যেই মানুষকে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর ভারত পথিক বলেছিলেন, তাঁকে আধুনিক ভারতের জনক বলার মধ্যে কোন অত্যুক্তি নেই! বর্তমান ভারতের যে আধুনিক পাশ্চাত্য শিক্ষা তা দাঁড়িয়ে আছে তাঁর দেখানো আদর্শের ওপর। অন্ধকার কুসংস্কারাচ্ছন্ন ভারতে পাশ্চাত্য শিক্ষার দাবিতে তাঁর আন্দোলনের জন্যই গণিত, প্রাকৃতিক বিজ্ঞান, রসায়ন, সমাজ বিজ্ঞান, প্রযুক্তি, পদার্থ বিদ্যার সহাবস্থান রয়েছে ভারতের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে।
advertisement
আরও পড়ুনঃ গ্রীষ্মে শরীর ঠান্ডা রাখতে তালশাঁসের জুড়ি মেলা ভার
বাল্যবিবাহ, বহুবিবাহের রাস্তা ছেড়ে ভারত আজ আধুনিক। সতীদাহ আজ স্রেফ অন্ধকার অতীত। ১৮২৯ সালের ৪ই ডিসেম্বর যেদিন গভর্নর জেনারেল বেন্টিংক আইনের মাধ্যমে সতীদাহ প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করেন, সেদিন শুরু হয়েছিল ভারতীয় সমাজের এক নতুন অধ্যায়।
আরও পড়ুনঃ ফের তাজা বোমা উদ্ধার, খড়গ্রাম থেকে মিলল ২০টি বোমা
মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার পক্ষ থেকে ইতি মধ্যেই গ্রীন সিটি মিশনের অধীনে শহরের সৌন্দর্য্যয়ন করা হচ্ছে। বিভিন্ন মনিষীদের পাশাপাশি এবার রাজা রামমোহন রায়ের পূর্ণাবয়ব মূর্তির উদ্বোধন করা হল রবিবার বিকেলে ।
KOUSHIK ADHIKARY