TRENDING:

Murshidabad: সার্ধ দ্বিশতবর্ষে কান্দিতে রাজা রামমোহন রায়ের মূর্তির উদ্বোধন

Last Updated:

ভারতের নবজাগরণের পুরোধাপুরুষ সমাজ সংস্কারক, ভারত পথিক রাজা রামমোহন রায়ের সার্ধদ্বিশতবর্ষ জন্মদিনে পূর্ণাবয়ব মূর্তির উদ্বোধন করা হল কান্দিতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কান্দিঃ ভারতের নবজাগরণের পুরোধাপুরুষ সমাজ সংস্কারক, ভারত পথিক রাজা রামমোহন রায়ের সার্ধদ্বিশতবর্ষ জন্মদিনে পূর্ণাবয়ব মূর্তির উদ্বোধন করা হল কান্দিতে। আজ থেকে আড়াইশো বছর আগে ২২শে মে হুগলি জেলার খানাকুল রাধানগর গ্রামে জন্ম গ্রহণ করেন রাজা রামমোহন রায়। রবিবার বিকেলে কান্দি মেন রোডে বিধানসংঘ ক্লাব সংলগ্ন এলাকায় তাঁর পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করলেন কান্দি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক, ভাইস চেয়ারম্যান সহ বিশিষ্ট ব্যক্তিগণ। ব্রিটিশ শাসিত কুসংস্কারাচ্ছন্ন ভারতে রাজা রামমোহন রায় এমন এক ব্যক্তিত্ব ছিলেন যাঁর প্রদর্শিত পথে দেশ দেখেছিল নতুন জ্ঞানের আলোক। আজও আমাদের সমাজ নতমস্তকে কৃতজ্ঞ তাঁর কাছে। সাহিত্য, ধর্ম, শিক্ষা বিজ্ঞান, সমাজনীতি, রাষ্ট্রনীতি সবক্ষেত্রেই আপামর ভারতবাসীকে আধুনিকতার পাঠ দিয়েছিলেন রাজা রামমোহন রায়।
advertisement

যেই মানুষকে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর ভারত পথিক বলেছিলেন, তাঁকে আধুনিক ভারতের জনক বলার মধ্যে কোন অত্যুক্তি নেই! বর্তমান ভারতের যে আধুনিক পাশ্চাত্য শিক্ষা তা দাঁড়িয়ে আছে তাঁর দেখানো আদর্শের ওপর। অন্ধকার কুসংস্কারাচ্ছন্ন ভারতে পাশ্চাত্য শিক্ষার দাবিতে তাঁর আন্দোলনের জন্যই গণিত, প্রাকৃতিক বিজ্ঞান, রসায়ন, সমাজ বিজ্ঞান, প্রযুক্তি, পদার্থ বিদ্যার সহাবস্থান রয়েছে ভারতের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে।

advertisement

আরও পড়ুনঃ গ্রীষ্মে শরীর ঠান্ডা রাখতে তালশাঁসের জুড়ি মেলা ভার

বাল্যবিবাহ, বহুবিবাহের রাস্তা ছেড়ে ভারত আজ আধুনিক। সতীদাহ আজ স্রেফ অন্ধকার অতীত। ১৮২৯ সালের ৪ই ডিসেম্বর যেদিন গভর্নর জেনারেল বেন্টিংক আইনের মাধ্যমে সতীদাহ প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করেন, সেদিন শুরু হয়েছিল ভারতীয় সমাজের এক নতুন অধ্যায়।

advertisement

আরও পড়ুনঃ ফের তাজা বোমা উদ্ধার, খড়গ্রাম থেকে মিলল ২০টি বোমা

মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার পক্ষ থেকে ইতি মধ্যেই গ্রীন সিটি মিশনের অধীনে শহরের সৌন্দর্য্যয়ন করা হচ্ছে। বিভিন্ন মনিষীদের পাশাপাশি এবার রাজা রামমোহন রায়ের পূর্ণাবয়ব মূর্তির উদ্বোধন করা হল রবিবার বিকেলে ।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

KOUSHIK ADHIKARY

advertisement

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: সার্ধ দ্বিশতবর্ষে কান্দিতে রাজা রামমোহন রায়ের মূর্তির উদ্বোধন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল