TRENDING:

Murshidabad News: পুজোর আগেই কান্দি-কলকাতা নতুন সরকারি বাস পরিষেবা চালু, খুশি স্থানীয়রা

Last Updated:

দুর্গাপুজোর আগে তৃতীয়ার সন্ধ্যায় কান্দি থেকে কলকাতা গামী সরকারী বাসের উদ্বোধন করা হল। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার উদ্যোগে কান্দি থেকে কলকাতা এই বাসের পথ চলা শুরু হল। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ শহর কান্দি হলেও এখনও পর্যন্ত গড়ে ওঠেনি রেল যোগাযোগ। রেল মানচিত্রে ঠাঁই পেতে একাধিক আন্দোলন করা হলেও তা একপ্রকার বিফলেই গেছে। রেলপথ না থাকার কারণে রাজধানী কলকাতা যাওয়ার জন্য একমাত্র ভরসা সড়ক পথ।
advertisement

আরও পড়ুন Murshidabad| Durga Puja 2022: দুর্গাপুজোর গাইড ম্যাপ, জেনে নিন কোন পথে যাবেন প্রতিমা দর্শনে

দুর্গাপুজোর আগে তৃতীয়ার সন্ধ্যায় কান্দি থেকে কলকাতা গামী সরকারী বাসের উদ্বোধন করা হল। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার উদ্যোগে কান্দি থেকে কলকাতা এই বাসের পথ চলা শুরু হল। বর্তমানে কান্দি থেকে দিনে দুটি মাত্র সরকারি বাস কলকাতা যায়। স্বভাবতই নিত্য যাত্রীদের দাবী ছিল আরও বেশি সরকারি বাস পরিষেবার। সেই দাবী মেনে দুর্গাপুজোর আগেই আরও একটি সরকারি বাস পরিষেবার উদ্বোধন করা হল। বুধবার সন্ধ্যায় কান্দি থানার মোড়ে কান্দি মহকুমা ব্যবসায়ী সমিতির অফিসে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সরকারি বাসের উদ্বোধন করা হয়।

advertisement

আরও পড়ুন Nadia News: রাস্তা থেকে উধাও আস্ত একটি লরি, চাঞ্চল্য রানাঘাটে

উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ও কান্দি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পার্থপ্রতিম সরকার।জানা গিয়েছে, সরকারি বাসটি প্রতিদিন ভোর ৪টা ১৫ তে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে পিজি হাসপাতাল হয়ে ধর্মতলা পৌঁছাবে। অন্যদিকে, ধর্মতলা থেকে সকাল ৯ টায় কান্দি গামী অপর একটি বাস পিজি হাসপাতাল হয়ে কান্দি আসবে। এই বাস পরিষেবা চালুর ফলে উপকৃত হবেন নিত্যযাত্রী থেকে কলকাতায় চিকিৎসা করাতে যাওয়া রোগী ও তাঁদের আত্মীয়রা। মুর্শিদাবাদ জেলা থেকে রোগীরা কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসা করাতে এলে তাঁদের কে অনেক সমস্যায় পড়তে হয়, সেই কথা মাথায় রেখে পিজি হাসপাতাল হয়ে এই বাস পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: পুজোর আগেই কান্দি-কলকাতা নতুন সরকারি বাস পরিষেবা চালু, খুশি স্থানীয়রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল