মুর্শিদাবাদ রাজ্যের মধ্যে অন্যতম সংখ্যালঘু প্রধান জেলা। ফলে রমজান মাস শুরু হলেই গোটা জেলাজুড়ে উৎসবের আমেজ লেগে যায়। কিন্তু জিনিসপত্রের অস্বাভাবিক দাম বাড়ায় সেই উৎসবে যেন ভাটা পড়ছে। ক্রেতাদের অভিযোগ, বাজারে ফল, সবজি, মুদিখানা দ্রব্য বিক্রেতাদের একাংশ কালোবাজারি শুরু করেছেন। তাই এতটা দাম বেড়েছে। সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতেই হরিহরপাড়ার বিডিও রাজা ভৌমিক পাইকারি বাজার ও খুচরো হাটে হানা দেন।
advertisement
আরও পড়ুন: বড় কেলেঙ্কারি! বিক্রি হয়ে গেল আস্ত সরকারি স্কুল, উচ্ছেদের নোটিশ শিক্ষকদের
তিনি প্রথমে পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছ থেকে কোন জিনিসের কী দাম যাচ্ছে তা জেনে নেন। এরপর ক্রেতাদের সঙ্গে কথা বলে দামের ফারাকের বিষয়টি খতিয়ে দেখেন। বিক্রেতাদের সতর্ক করে দিয়ে বলেন, রমজান মাস বলে ক্রেতাদের কাছ থেকে অস্বাভাবিক দাম নেওয়া চলবে না। সরকারি নির্দেশিকা না মানলে আইন অনুযায়ী বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।
এদিকে খুচরা বিক্রেতাদের অভিযোগ, আড়তদাররাই জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে। তাই তাঁরাও বেশি দামে জিনিস কিনতে বাধ্য হচ্ছেন। সেই কারণেই বাজারে জিনিসের দাম বেড়েছে। এদিকে বিডিওর এই তৎপরতায় খুশি এলাকার মানুষ।
কৌশিক অধিকারী