TRENDING:

Murshidabad News: ফের নির্যাতনের শিকার গৃহবধূ! কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা!

Last Updated:

ফের নারী নির্যাতনের ঘটনা সামনে এল। এবার নারী নির্যাতনের ঘটনা ঘটল মুর্শিদাবাদে। গৃহবধুকে গায়ে কেরোসিন তেল ঢেলে খুনের চেষ্টার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানার একঘরিয়া গ্রামে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদঃ ফের নারী নির্যাতনের ঘটনা সামনে এল। এবার নারী নির্যাতনের ঘটনা ঘটল মুর্শিদাবাদে। গৃহবধুকে গায়ে কেরোসিন তেল ঢেলে খুনের চেষ্টার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানার একঘরিয়া গ্রামে। অভিযোগ, পাঁচ বছর আগে খড়গ্রাম থানার চন্দ্র সিংহবাটি গ্রামের কিসমাত তারা বিবির সঙ্গে বিয়ে হয়েছিল বড়ঞা থানার একঘরিয়া গ্রামের বাসিন্দা চাঁদ মোহাম্মদ সেখের। তাদের চার বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বিবাহর পর তাদের প্রথমদিকে সম্পর্ক দুজনের মধ্যে ভালোই ছিল। কিন্তু অভাবের তাড়নায় চাঁদ মোহাম্মদ সেখ কাজের জন্য ভীন রাজ্যে অন্যত্র চলে যায়।
advertisement

কয়েক বছর ধরেই সে বাইরে বাইরেই থাকতো। আর এতেই কাল হল ওই গৃহবধুর। শ্বশুরবাড়ির সদস্য এবং স্বামী সন্দেহ করতে আরম্ভ করে। তাদের সন্দেহ হয় কিসমাত তারা বিবি স্বভাব চরিত্র নিয়ে। আর সেই সন্দেহের জেরেই শ্বশুরবাড়ির সদস্যরা ওই গৃহবধুকে গায়ে কেরোসিন ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনার জেরে বাড়ি থেকে ছুটে পালিয়ে যায় গৃহবধু। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় গৃহবধূ কে উদ্ধার করে বড়ঞা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।

advertisement

আরও পড়ুনঃ ফরাক্কাতে বৃদ্ধি হচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা! ব্লক প্রশাসনের ব্যবস্থা গ্রহণ

বর্তমানে বড়ঞা ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গৃহবধূর বাবার পরিবারের সদস্যরা বড়ঞা থানায় লিখিত অভিযোগ দায়ের করে শ্বশুর বাড়ির বিরুদ্ধে। পুলিশ অভিযোগের ভিত্তিতে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাওকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে। তবে নারী নির্যাতনের ঘটনায় ফের প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করেছে বর্তমানে নারীদের নিরাপত্তা নিয়ে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লক্ষ্মীপুজোয় লক্ষ্মীলাভের আশায় জল! বাড়ি থেকে বেরিয়ে দুর্ভোগ কৃষকদের, ঝাড়গ্রামে কী হল দেখুন
আরও দেখুন

Koushik Adhikary

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ফের নির্যাতনের শিকার গৃহবধূ! কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল