পরিবারের সদস্যরা জানিয়েছেন, পারিবারিক অশান্তির জেরেই ঘটনার সূত্রপাত হয় গত ২০শে মে। মৃতের স্বামী বলাই সেখ কর্মসূত্রে বাইরে থাকায়, সরিফা বিবিকে মারধর করে তার ভাসুর শুকুর সেখ, জা সরি বিবি ও পরিবারের অন্যান্যরা। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি থাকার পর বুধবার বাড়ি ফেরে সরিফা বিবি। ফের তাকে লোহার রড দিয়ে বুধবার রাতে মারধর করে অভিযুক্তরা। গুরুতর জখম অবস্থায় তাকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরে সেখানেই মৃত্যু হয় তার। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন সরিফা বিবির পরিবার।
advertisement
আরও পড়ুন- ছিঃ! নক্কারজনক ঘটনা! ওঝার নির্দেশে রঘুনাথগঞ্জে যা ঘটল, জানলে চমকে যাবেন
মৃতের পরিবারের সদস্যরা এও জানিয়েছেন, জা-এর সাথে কথা কাটাকাটি হতেই মারধর করে বলে অভিযোগ। বহরমপুর থেকে চিকিৎসা করে বাড়ি ফেরার পরেই পুনরায় সরিফা বিবিকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার জেরে দোষীদের শাস্তির দাবি করেছেন মৃতের পরিবারের সদস্যরা। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ভরতপুর থানায়।
আরও পড়ুন- মর্মান্তিক! দুই সন্তানের সঙ্গে এ কী করল বাবা! হাড়হিম করা কাণ্ড বেলডাঙায়!
ভরতপুর থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে ভরতপুর থানার পুলিশ। অন্যদিকে, বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে। মৃত মেয়ের দেহ দেখে কান্নায় ভেঙে পরে তার পরিবার।
Koushik Adhikary