পাশাপাশি, কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে ৩১শে অগাস্ট ২০২২ নির্দেশ দেওয়া হয় সিআইডি তদন্তের। কি কারণে এই বেআইনি নির্মাণ করা হয়েছে। পাশাপাশি, বেআইনি ভাবে নির্মিয়মান ভেঙে ফেলার জন্য। কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতি মধ্যেই সিআইডি তদন্ত করা হচ্ছে। ফলে শনিবার সকাল থেকেই নির্মীয়মাণ ভেঙে দেওয়া হয়েছে। শনিবার সকাল থেকেই কড়া পুলিশি প্রহরা এবং ভরতপুর বিডিও আবিদা সুলতানা নিজে উপস্থিত থেকে তিনটি জেসিপি সহকারে বেআইনি নির্মাণ কাজ ভেঙে ফেলা হয়।
advertisement
আরও পড়ুনঃ এই বছর একসঙ্গে ৩৩টি কালীপ্রতিমা পূজিতা হবেন এই গ্রামে!
তবে দীর্ঘদিন ধরে লড়াই করার পর অবশেষে হাইকোর্টের রায়ে ফল মিলতে খুশি আমরা জানালেন হাসিনা বেগম। যদিও ভরতপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, হাইকোর্টের নির্দেশ কে মান্যতা দিয়ে এই বেআইনি নির্মাণ কাজ ভেঙে ফেলা হচ্ছে। বর্তমানে হাইকোর্টে বিচারাধীন আছে বিষয়টি। হাইকোর্ট যা রায় দেবে মাথা পেতে নেওয়া হবে। অন্যদিকে বর্তমানে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিআইডি বর্তমানে তদন্ত করছেন বলে জানা গিয়েছে। তবে বিডিও আবিদা সুলতানা জানান, আজকে হাইকোর্টের নির্দেশে ঘর ভেঙে ফেলা হচ্ছে।
Koushik Adhikary