এদিন কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সেই অবৈধ নির্মাণ ভেঙ্গে দেওয়া হয় স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে। অবৈধ নির্মাণ ভেঙ্গে ফেলার কাজে যাতে কোনও বাধার সৃষ্টি না হয় ও এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয়। সেই লক্ষ্যে এদিন ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে উপস্থিতছিলেন সালার থানার ওসি অনিমেষ মুখার্জি, ভরতপুর ২ নম্বর ব্লকের বিডিও আশীষ মন্ডল ও জেলা পূর্ত দফতরের ইঞ্জিনিয়র তরুন কুমার দাস সহ একাধিক আধিকারিক।
advertisement
আরও পড়ুন: Murshidabad Theft: বাড়িতে কেউ না থাকার সুযোগে আলমারি ভেঙে সোনার গয়না চুরি
আরও পড়ুন: Hooghly News: নিয়োগ দুর্নীতি নিয়ে চাপানউতোর এর মধ্যে আবারও নিয়োগ অনিয়মের অভিযোগ কোন্নগর পৌরসভায়
সালাউদ্দিন আহাম্মেদ জানান, আমাদের জায়গা জবর দখল করে। রবিউল সেখ, স্বপন সেখ, আবু সেখ, আলঙ্গীর সেখ তাদের ব্যবসার জন্য অবৈধ নির্মাণ করে। এর ফলে বাড়ির প্রবেশের রাস্তা বন্ধ হচ্ছিল। আর তার জেরেই হাইকোর্টের দারস্থ হই। হাইকোর্ট রায় দিতেই সোমবার সম্পূর্ণ ভাবে ভেঙে ফেলা হল অবৈধ নির্মাণ। তবে যেকোন রকম অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই ঘটনার জেরে ব্যাপক পুলিশি মোতায়েন ছিল চোখে পড়ার মত।
কৌশিক অধিকারী