রায়ন্ডা গ্রামের মুসলমান পাড়ায় বাড়ি মিঠু শেখের। তিনি বর্তমানে সৌদি আরবে কর্মরত। বাড়িতে তাঁর স্ত্রী একাই থাকেন। তবে বৃহস্পতিবারই বাপের বাড়ি যান। তাই গোটা বাড়ি ফাঁকা ছিল। সেই সুযোগেই চোরের দল তালা ভেঙে বাড়ির ভেতর ঢুকে সবকিছু লুটপাট করে নিয়ে যায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, দুই ভরি সোনার গয়না ও কাঁসার বাসন সহ মোট পাঁচ লক্ষ টাকার জিনিস খোয়া গিয়েছে। বিষয়টি প্রথম প্রতিবেশীদের নজরে আসে। তাঁরাই পুলিশে খবর দেন।
advertisement
আরও পড়ুন: উত্তরবঙ্গের পর্যটন শিল্পকে তুলে ধরতে এবার বার্ড ফেস্টিভ্যাল
খবর পেয়ে এলাকায় আসে নবগ্রাম থানার পুলিশ। তদন্ত শুরু করে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তাঁরা। সেই সময় এলাকার মানুষ জানায়, বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চোরের দল এই লুটপাট চালিয়ে থাকতে পারে। এই এলাকায় আগেও এমন চুরি হয়েছে। ফলে চোরকে ধরার জন্য পুলিশের উপর চাপ আছে। গ্রামবাসীদের দাবি কে চোর তা দ্রুত খুঁজে বের করা হোক।
কৌশিক অধিকারী