Siliguri News: উত্তরবঙ্গের পর্যটন শিল্পকে তুলে ধরতে এবার বার্ড ফেস্টিভ্যাল

Last Updated:

এই উৎসব চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত। দিল্লি, বেঙ্গালুরু, পুনে, কলকাতা, ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশের পাশাপাশি বাংলাদেশ, নেপাল ও ভুটানের প্রতিনিধিরা এই উৎসবে যোগ দেবেন

+
title=

শিলিগুড়ি: উত্তরবঙ্গের পর্যটন শিল্পকে আরও আকর্ষণীয় করে তুলতে আয়োজিত হতে চলেছে উত্তরবঙ্গ পাখি উৎসব। পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগ অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম (এসিটি) এর সহযোগিতায় এই উৎসবের আয়োজন করছে। এই উৎসব চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত। দিল্লি, বেঙ্গালুরু, পুনে, কলকাতা, ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশের পাশাপাশি বাংলাদেশ, নেপাল ও ভুটানের প্রতিনিধিরা এই উৎসবে যোগ দেবেন বলে জানান এসিটির আহ্বায়ক রাজ বসু।
উৎসবের মূল গন্তব্য হল শিলিগুড়ি এবং পূর্ব ডুয়ার্সের কয়েকটি জায়গা। শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজে উৎসবের সূচনা হবে। তারপর উৎসবটি পূর্ব ডুয়ার্সের বিভিন্ন গন্তব্যে চলে যাবে। গাজলডোবায় হয়ে চিলাপাতা এবং কোদালবস্তি এলাকায় ভ্রমণ করবেন উৎসবে অংশগ্রহণকারী পর্যটকরা। এরমধ্যে জলদাপাড়া জাতীয় উদ্যান‌ও রয়েছে। সেখানে তাঁরা ঈগল, পাল্লাস ফিশ ঈগল, শিকরা, ফিনের তাঁতি এবং কম পাইড হর্ন বিল সহ ২৪৬ টি প্রজাতির পাখি দেখার আশা করছেন। সেখানে দু'রাত থাকার পর বক্সার লেপচাখায় নিয়ে যাওয়া হবে পর্যটকদের। এই অংশটি ভুটানের সংলগ্ন এবং ভুটানি সংস্কৃতির একটি আউটপোস্ট। সেখানে তাঁরা ভুটানি সংস্কৃতির পাশাপাশি এলাকার সমৃদ্ধ পাখির জীবন উপভোগ করবেন। চূড়ান্ত গন্তব্য হবে রাজাভাতখাওয়া। এটি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের প্রবেশপথে অবস্থিত। সেখানেই সমাপ্তি অনুষ্ঠান হবে। স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা‌ও এই অনুষ্ঠানে যোগ দেবেন এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ থাকবে।
advertisement
advertisement
এসিটি-র আহ্বায়ক রাজ বসু বলেন, এই বছর আমরা বার্ডিং নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করছি। পাখি সংরক্ষণের জন্য কাজ করছে এমন সংস্থা এবং বার্ড ক্লাবগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই উৎসব সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: উত্তরবঙ্গের পর্যটন শিল্পকে তুলে ধরতে এবার বার্ড ফেস্টিভ্যাল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement