আরও পড়ুন Murshidabad Medical: মুর্শিদাবাদ মেডিক্যালে চালু হল রিজিওনাল ব্লাড ট্রান্সফিউশন সেন্টার
ডাক্তার বেরা বলেন সম্প্রতি এই সেবা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর বিভিন্ন মেডিক্যাল কলেজে শুরু করেছে। এর আগে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচ জনের এই থেরাপি করা হয়েছিল। কিন্তু মস্তিষ্কে যদি রক্ত জমাট বেঁধে যাওয়ার সাড়ে চার ঘণ্টা পরও তা বার করা না যায় তাহলে সেই রোগীর ব্রেন পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যাবে বলে জানান মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডাক্তার অমিয় কুমার বেরা।
advertisement
আরও পড়ুন Murshidabad News: ডোমকলে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র! গ্রেফতার এক
অপর এক ডাক্তার ঔরঙ্গজেব বলেন, গত রাতে এগারটা নাগাদ এমার্জেন্সিতে ভর্তি করা হয় হরিহরপাড়ার ৬৭ বছর বয়স্ক ওই রোগীকে। সঙ্গে সঙ্গে রোগীর সিটি স্ক্যান করলে তাঁর ব্রেন স্ট্রোক ধরা পড়ে। সঙ্গে সঙ্গে রোগীর চিকিৎসা শুরু হয়৷ রোগীর বাঁ দিক প্যারালাইসিস ছিল। বর্তমানে তা ৯০ শতাংশ ঠিক হয়েছে বলে জানান মেডিক্যাল অফিসার ডক্টর ঔরঙ্গজেব। ফলে গোল্ডেন টাইমে চিকিৎসা করিয়ে পথ দেখিয়ে নজির গড়ল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল।
কৌশিক অধিকারী






