রবিবার বিকেলে গঙ্গা ভাঙন কমিটির ডাকে আয়োজিত এই পদযাত্রায় সামিল হন একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা ও অরাজনৈতিক সংস্থার সদস্যরা। পদযাত্রায় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়।
আরও পড়ুনঃ এই বছর একসঙ্গে ৩৩টি কালীপ্রতিমা পূজিতা হবেন এই গ্রামে!
সামসেরগঞ্জের দিঘড়ি ঈদগাহ থেকে শুরু হয়ে মহেশটোলা সহ বেশ কয়েকটি গ্রাম পরিক্রমা করে প্রতাপগঞ্জ ভাঙন কবলিত এলাকায় এসে সম্পন্ন হয় এদিনের পদযাত্রা। ভাঙন প্রতিরোধে কেন্দ্র ও রাজ্য সরকারের টালবাহানার বিরুদ্ধে সরব হয়ে অবিলম্বে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ না ও কংক্রিটের বাঁধ নির্মাণ করা না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় গঙ্গা ভাঙন কমিটির পক্ষ থেকে। পাশাপাশি আগামী ৪৮ ঘন্টার মধ্যে রাজ্যের উচ্চ পদস্থ টিমকে ভাঙন কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিপূরণের বন্দোবস্ত করার দাবি জানানো হয়।
advertisement
আরও পড়ুনঃ পুর্ত দফতরের জমি দখল! হাইকোর্টের নির্দেশে ভাঙা হল বেআইনি নির্মাণ
মুর্শিদাবাদ জেলার জ্বলন্ত সমস্যা গঙ্গা ভাঙন ।মা কালীর মন্দির থেকে বাড়ি ঘর ভিটে মাটি তিল তিল করে তলিয়ে গিয়েছে গঙ্গা গর্ভে ।তবুও এখনও সমস্যার কোনও সমাধান হয়নি। তাই এবার পথে নেমে আন্দোলনের ডাক দিল গ্রামের বাসিন্দারা।
কৌশিক অধিকারী