TRENDING:

Murshidabad News: গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান কবে হবে তার দিকে তাকিয়ে আছেন এলাকার বাসিন্দারা 

Last Updated:

গত এক সপ্তাহ ধরে তিল তিল গড়ে ওঠা বাড়ি ঘর সমস্ত কিছু তলিয়ে গিয়েছে রাক্ষসী গঙ্গা নদী গর্ভে। তবুও ব্যবস্থা নেই প্রশাসনের। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদ: সামসেরগঞ্জের মহেশটোলা গ্রামে ভাঙন নতুন কিছু নয়। গত এক সপ্তাহ ধরে তিল তিল গড়ে ওঠা বাড়ি ঘর সমস্ত কিছু তলিয়ে গিয়েছে রাক্ষসী গঙ্গা নদী গর্ভে। তবুও ব্যবস্থা নেই প্রশাসনের। গঙ্গা ভাঙন রোধে কংক্রিট দিয়ে বাঁধ নির্মাণের দাবিতে ও গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে মুর্শিদাবাদের সামসেরগঞ্জে পায়ে হেঁটে প্রতিবাদ সাধারণ মানুষের।
advertisement

রবিবার বিকেলে গঙ্গা ভাঙন কমিটির ডাকে আয়োজিত এই পদযাত্রায় সামিল হন একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা ও অরাজনৈতিক সংস্থার সদস্যরা। পদযাত্রায় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়।

আরও পড়ুনঃ এই বছর একসঙ্গে ৩৩টি কালীপ্রতিমা পূজিতা হবেন এই গ্রামে!

সামসেরগঞ্জের দিঘড়ি ঈদগাহ থেকে শুরু হয়ে মহেশটোলা সহ বেশ কয়েকটি গ্রাম পরিক্রমা করে প্রতাপগঞ্জ ভাঙন কবলিত এলাকায় এসে সম্পন্ন হয় এদিনের পদযাত্রা। ভাঙন প্রতিরোধে কেন্দ্র ও রাজ্য সরকারের টালবাহানার বিরুদ্ধে সরব হয়ে অবিলম্বে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ না ও কংক্রিটের বাঁধ নির্মাণ করা না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় গঙ্গা ভাঙন কমিটির পক্ষ থেকে। পাশাপাশি আগামী ৪৮ ঘন্টার মধ্যে রাজ্যের উচ্চ পদস্থ টিমকে ভাঙন কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিপূরণের বন্দোবস্ত করার দাবি জানানো হয়।

advertisement

আরও পড়ুনঃ পুর্ত দফতরের জমি দখল! হাইকোর্টের নির্দেশে ভাঙা হল বেআইনি নির্মাণ

মুর্শিদাবাদ জেলার জ্বলন্ত সমস্যা গঙ্গা ভাঙন ।মা কালীর মন্দির থেকে বাড়ি ঘর ভিটে মাটি তিল তিল করে তলিয়ে গিয়েছে গঙ্গা গর্ভে ।তবুও এখনও সমস্যার কোনও সমাধান হয়নি। তাই এবার পথে নেমে আন্দোলনের ডাক দিল গ্রামের বাসিন্দারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ধন্বন্তরী দেবীর মন্দির মানেই ৪০০ বছরের ইতিহাস-মাহাত্ম! আলাদা জায়গা করে নিয়েছে ভক্তদের মনে
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান কবে হবে তার দিকে তাকিয়ে আছেন এলাকার বাসিন্দারা 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল