এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে এই গঙ্গা ভাঙনের প্রতিকার করুক সরকার। ভয়ে গ্রামের মানুষের রাতের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে তাঁরা বালি দিয়ে অস্থায়ী বাঁধ নয়, চাইছেন স্থায়ী পাকা নদী বাঁধ তৈরি করে দেওয়া হোক।
আরও পড়ুন: স্কুল তৈরির ২০ লক্ষ টাকা হাপিস! গ্রেফতার প্রধান শিক্ষক
এর আগে বোগদাদনগর পঞ্চায়েতের সাতঘরিয়া, শিকদারপুর, প্রতাপগঞ্জ গ্রামে শুরু হয় নদী ভাঙন। একের পর এক চাষের জমি নদীতে তলিয়ে যায়। সেই সময় বাড়ি ভেঙে ফেলা শুরু করেছিলেন গ্রামবাসীরা। তবে এতেও সমস্যার সমাধান কিছু হয়নি। আর তার জন্য এলাকার জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে গ্রামবাসীদের মধ্যে। এর আগে ভাঙনে তলিয়ে গিয়েছে সামসেরগঞ্জের প্রতাপগঞ্জ-মহেশটোলা এলাকার একমাত্র কালী মন্দিরটি। এই পরিস্থিতিতে ফের ভাঙন শুরু হওয়ায় দিশেহারা এলাকার মানুষ।
advertisement
কৌশিক অধিকারী