TRENDING:

Ganga Erosion: ফের সামশেরগঞ্জে ভাঙনের তাণ্ডব গঙ্গার, সব হারানোর আশঙ্কায় আতঙ্কিত গ্রামবাসীরা

Last Updated:

মুর্শিদাবাদের সামসেরগঞ্জে আবার নদী ভাঙন শুরু। গঙ্গার তাণ্ডবে রাতের ঘুম উড়েছে গ্রামবাসীদের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: 'নদীর ধারে বাস, দুঃখ বারো মাস!' এই বাংলা প্রবাদ বাক্যটি জীবনের অংশ হয়ে গিয়েছে সামসেরগঞ্জের কামালপুরের মানুষের। কিছুদিন থমকে থাকার পর এখানে ফের শুরু হয়েছে গঙ্গা ভাঙন। প্রায় পাঁচ বিঘা জমি নদীর তলায় চলে গিয়েছে, বাড়িতে বাড়িতে ফাটল ধরেছে। যেকোনও সময় বাড়িঘর সব নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছেন গ্রামের বাসিন্দারা। সবকিছু গিলে খেতে খেতে এগিয়ে আসার নদীর পাড়ের ঠিক পাশেই আছে মসজিদ, এসএসকে স্কুল সহ অন্তত ৫০ টি ঘর। নদী ভাঙনের কোন‌ও স্থায়ী সমাধান না করলে এগুলি গঙ্গায় তলিয়ে যাবে বলে দাবি গ্রামবাসীদের।
advertisement

এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে এই গঙ্গা ভাঙনের প্রতিকার করুক সরকার। ভয়ে গ্রামের মানুষের রাতের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে তাঁরা বালি দিয়ে অস্থায়ী বাঁধ নয়, চাইছেন স্থায়ী পাকা নদী বাঁধ তৈরি করে দেওয়া হোক।

আরও পড়ুন: স্কুল তৈরির ২০ লক্ষ টাকা হাপিস! গ্রেফতার প্রধান শিক্ষক

এর আগে বোগদাদনগর পঞ্চায়েতের সাতঘরিয়া, শিকদারপুর, প্রতাপগঞ্জ গ্রামে শুরু হয় নদী ভাঙন। একের পর এক চাষের জমি নদীতে তলিয়ে যায়। সেই সময় বাড়ি ভেঙে ফেলা শুরু করেছিলেন গ্রামবাসীরা। তবে এতেও সমস্যার সমাধান কিছু হয়নি। আর তার জন্য এলাকার জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে গ্রামবাসীদের মধ্যে। এর আগে ভাঙনে তলিয়ে গিয়েছে সামসেরগঞ্জের প্রতাপগঞ্জ-মহেশটোলা এলাকার একমাত্র কালী মন্দিরটি। এই পরিস্থিতিতে ফের ভাঙন শুরু হওয়ায় দিশেহারা এলাকার মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Ganga Erosion: ফের সামশেরগঞ্জে ভাঙনের তাণ্ডব গঙ্গার, সব হারানোর আশঙ্কায় আতঙ্কিত গ্রামবাসীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল