TRENDING:

Murshidabad News- বেলডাঙায় বিস্ফোরণের চব্বিশ ঘণ্টার মধ্যে ফের বোমা উদ্ধার মুর্শিদাবাদে

Last Updated:

সামশেরগঞ্জের হাউসনগর এলাকায় বাগান সংলগ্ন একটি রাস্তার ধারে, বেশকিছু তাজা বোমা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। আর এই বোমা উদ্ধার হতেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বহরমপুরঃ বেলডাঙায় বোমা বিস্ফোরণের চব্বিশ ঘণ্টার মধ্যে ফের বোমা উদ্ধার হল মুর্শিদাবাদে (Murshidabad News)। মঙ্গলবার সকালে মুর্শিদাবাদ জেলার, সামশেরগঞ্জের হাউসনগর এলাকায় বাগান সংলগ্ন একটি রাস্তার ধারে, বেশকিছু তাজা বোমা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। আর এই বোমা উদ্ধার হতেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা খবর দেয় সামশেরগঞ্জ থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ। বোমা নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াড প্রতিনিধি দলকে খবর দেওয়া হয়েছে বলে জঙ্গিপুর জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে। কে বা কারা বোমাগুলি ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, বা কিসের উদ্দেশ্যে রাখা হয়েছিল, এই পুরো বিষয়টার তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।
 উদ্ধার হওয়া তাজা বোমা
উদ্ধার হওয়া তাজা বোমা
advertisement

সোমবার সপ্তাহের প্রথম দিনেই বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার বেগুনবাড়ি পঞ্চায়েতের মাঠপাড়া এলাকায় বিস্ফোরণের জেরে নড়ে ওঠে বাড়ির ভিতও(Murshidabad News)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বেগুনবাড়ির মাঠপাড়া এলাকায় বিস্ফোরণের শব্দ শুনতে পান গ্রামের মানুষ। যদিও সেই মুহূর্তে বাড়িতে কেউ ছিলেন না। বাড়ির নীচে বোমা মজুত করে রাখা হয়েছিল। এই ঘটনার জেরে চারজনকে আটক করে পুলিশ। তবে মাটির তলায় বোমা কারা রেখেছিল এবং কেন, তার তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ। মাটিতে পুঁতে রাখা বোমা থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলেই অনুমান পুলিশের।

advertisement

তবে সোমবারের পরে মঙ্গলবারে ফের বোমা উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সামশেরগঞ্জে। পরপর দুইদিন জেলার ভিন্ন জায়গায় বোমা উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। যদিও সামশেরগঞ্জের বোমা উদ্ধারের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Koushik Adhikary

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News- বেলডাঙায় বিস্ফোরণের চব্বিশ ঘণ্টার মধ্যে ফের বোমা উদ্ধার মুর্শিদাবাদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল