সোমবার সপ্তাহের প্রথম দিনেই বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার বেগুনবাড়ি পঞ্চায়েতের মাঠপাড়া এলাকায় বিস্ফোরণের জেরে নড়ে ওঠে বাড়ির ভিতও(Murshidabad News)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বেগুনবাড়ির মাঠপাড়া এলাকায় বিস্ফোরণের শব্দ শুনতে পান গ্রামের মানুষ। যদিও সেই মুহূর্তে বাড়িতে কেউ ছিলেন না। বাড়ির নীচে বোমা মজুত করে রাখা হয়েছিল। এই ঘটনার জেরে চারজনকে আটক করে পুলিশ। তবে মাটির তলায় বোমা কারা রেখেছিল এবং কেন, তার তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ। মাটিতে পুঁতে রাখা বোমা থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলেই অনুমান পুলিশের।
advertisement
তবে সোমবারের পরে মঙ্গলবারে ফের বোমা উদ্ধার হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সামশেরগঞ্জে। পরপর দুইদিন জেলার ভিন্ন জায়গায় বোমা উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। যদিও সামশেরগঞ্জের বোমা উদ্ধারের ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।
Koushik Adhikary






