সোমবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে নিউ ফরাক্কা বাস স্ট্যান্ড সংলগ্ন একটি বেসরকারি লজে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ৩৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। গ্রেফতার করা হয় চারজনকে। ধৃতদের নাম অমরজিৎ কুমার (২৯), অজয় কুমার পাল(২৬), অভিষেক কুমার (২৪), কুমার পুষরাজ (২৯)। ধৃতদের প্রত্যেকের বাড়ি বিহারে। তারা কোথা থেকে ব্রাউন সুগার এনে কোথায় পাচারের চেষ্টা করছিল তা তদন্ত করে দেখছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: বৃদ্ধকে মারধরের প্রতিবাদ করায় ইট দিয়ে যুবকের মাথা ফাটিয়ে দিল মদ্যপরা!
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা মাদকের ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় আরও অনেকে জড়িত বলে জানা গিয়েছে। ধৃতদের জেরা করে বাকিদের ধরার চেষ্টা করা হচ্ছে।
মুর্শিদাবাদ জেলার ফরাক্কা, লালগোলা সহ বিভিন্ন সীমান্তবর্তী থানা এলাকায় মাদক উদ্ধার নতুন ঘটনা হয়। মূলত লালগোলা সীমান্ত ব্যবহার করে মাদক পাচারের কাজ চলে। মাদকের ব্যবসা রুখতে প্রায়শই অভিযান চালাচ্ছে পুলিশ। তবু পাচারকারীদের যে আটকানো সম্ভব হচ্ছে না এই ঘটনা থেকেই সেটা প্রমাণ হয়ে গেল।
কৌশিক অধিকারী