আরও পড়ুন: বাড়িওয়ালা-ভাড়াটিয়া দ্বন্দ্বে উত্তপ্ত নরেন্দ্রপুর, শতাধিক বহিরাগতের হামলা!
সূত্রের খবর, ধৃত তিন যুবকের নাম বাবলু শেখ, রাকিবুল শেখ এবং নাফিকুল সেখ। তিনজনেরই বাড়ি মুর্শিদাবাদের সাগরপাড়ায়। ধৃতদের কাছ থেকে দুটো পিস্তল, দুটো ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, ২ টি বাইক ও ১০৬০ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। কোথা থেকে কী উদ্দেশ্যে তারা এই আগ্নেয়াস্ত্র নিয়ে আসছিল এবং গন্তব্য কোথায় ছিল তা জেরা করে বার করার চেষ্টা করছে সামশেরগঞ্জ থানার পুলিশ।
advertisement
পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসতেই মুর্শিদাবাদে বিভিন্ন প্রান্ত থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধারের বিরাম নেই। কদিন আগেই সাগরপাড়া থানার সাহেবনগর এলাকায় মিলন শেখ নামে এক দুষ্কৃতীকে আটক করে পুলিশ। তার কাছ থেকে একটি ৭.৬৫ এমএম পিস্তল এবং দু’রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শুধু তাই নয়, দু’মাস আগে সাগরপাড়ার শিরোচর ব্রিজ এলাকা থেকে সাজরুল মোল্লা নামে একজন যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। তার কাছ থেকে একটি দেশি পাইপ গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সাগরপাড়ার যুবকরা বারবার এই বেআইনি ঘটনায় জড়িয়ে পড়ায় চিন্তায় বেড়েছে স্থানীয় প্রশাসনের।
কৌশিক অধিকারী