আবগারি দফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নবগ্রামের জনসাধারণ। প্রসঙ্গত উল্লেখ্য চলতি মাসে বর্ধমানে বিষ মদ খেয়ে মৃত্যু হয় দুইজনের। বর্ধমানের খাগড়াগড়ের পূর্ব পাড়ার দুই যুবক মীর মেহবুব ওরফে বাপ্পা (২৬) এবং বাপন শেখ (২৮) দুজনেই বর্ধমানের কলেজ মোড় এলাকার তারা মা হোটেল থেকে মদ খায়।
আরও পড়ুনঃ আলকাপ লোকনৃত্যকে টিকিয়ে রাখতে শিল্পীদের নিয়ে বিশেষ কর্মশালা
advertisement
মদ খাওয়ার পরেই তারা অসুস্থবোধ করে মৃত্যু হয়। অন্যদিকে, সম্প্রতি গুজরাটে বিষ মদ খেয়ে মৃত্যু হয় ৩০জনের। বোতাদ জেলার রজিদ গ্রামে বিষ মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন একাধিক জন।
আরও পড়ুনঃ ফের ভয়াবহ পথ দুর্ঘটনা মুর্শিদাবাদে! লরি অটো সংঘর্ষে মৃত ১
হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার পর্যন্ত ৩০জনের মৃত্যু হয়েছে বলে সরকারী সুত্রে জানা গিয়েছে। রাজ্যে তথা গুজরাটে এই বিষ মদ কান্ডের পরেই মুর্শিদাবাদ জেলাতে নড়ে চড়ে বসেছে আবগারী দফতর ।তারপরেই এই অভিযান বলে জানা গিয়েছে। আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী দিনেও চোলাই মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চালানো হবে।
KOUSHIK ADHIKARY