সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো পুজোর ছুটিতে অনেকের ডেস্টিনেশন ঐতিহাসিক মুর্শিদাবাদ। নবাবের শহরের আনাচে-কানাচে ঘুরে বেড়িয়ে সান্ধ্যকালীন সৌন্দর্য এবার চাক্ষুষ করার সুযোগ হবে এবার আপনার। আর জানেন কী সবটাই হবে ভাগীরথীর বক্ষে। সঙ্গে থাকবে আপনার মনের মত খাওয়া দাওয়ার ব্যবস্থা, সঙ্গী হবে মন মাতানো মনোমুগ্ধকর পরিবেশ।
আরও পড়ুনঃ ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে খুন! মৃতদেহ উদ্ধারের ১২ ঘণ্টার মধ্যেই ধৃত দুষ্কৃতী
advertisement
দুর্গাপুজোর আগেই নবাবের শহর মুর্শিদাবাদে পর্যটন মানচিত্রে খুলে গেল নতুন দিগন্ত। লঞ্চে বসেই ভাগীরথীর বুকে সান্ধ্যকালীন ভ্রমণে, বিনোদনের সঙ্গী হতে পারেন আপনিও। যাত্রা পথে মুর্শিদাবাদের একের পর এক ঐতিহাসিক স্থাপত্য চোখে পড়বে পর্যটকদের।
যোগাযোগ ফোনঃ 8768875355, 6296018081
পর্যটকদের কাছে উপহার স্বরূপ রিভার ক্রুজ ক্যাফে নিয়ে হাজির জলছবি হোটেল ও রিসোর্ট। নাম দেওয়া হয়েছে 'সাম্পান রিভার ক্রুজ ক্যাফে'। উদ্বোধনী পর্বে হাজির ছিলেন প্রশাসনিক কর্তা ব্যক্তি পৌর কর্মকর্তা ব্যবসায়িক সমিতির প্রতিনিধি-সহ বিশিষ্ট জনেরা, জলছবি হোটেল ও রিসোর্ট কর্তৃপক্ষ জানাচ্ছেন মুর্শিদাবাদের পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তাদের এই অভিনব চিন্তাভাবনা। এই উদ্যোগ পর্যটকদের নতুন ভাবে উৎসাহ যোগাবে বলেই মনে করা হচ্ছে। ফলে মুর্শিদাবাদ জেলাতে দুর্গাপুজোর পর আনন্দ উপভোগ করতেই এক ঝলকের জন্য আসতেই পারেন লঞ্চে বসে খাওয়া দাওয়া উপভোগ করতে।
কৌশিক অধিকারী