TRENDING:

New Road: আজব কাণ্ড! গ্রামে তৈরি হয়েছে নতুন রাস্তা, আর তাতেই চরম বিপদে গ্রামবাসীরা

Last Updated:

বর্ষায় কাদার থেকে মুক্তি পেতে গ্রামে তৈরি হয় নতুন ঢালাই রাস্তা। আর সেই ঢালাই রাস্তাই এখন গ্রামের বাসিন্দাদের কাছে যন্ত্রনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদঃ গ্রামের বাসিন্দাদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল ঢালাই রাস্তা। বর্ষা বৃষ্টিতে কাদা পায়ে যাতায়াত করতে হতো গ্রামের বাসিন্দাদের। তাই সমস্যা সমাধানের কথা মাথায় রেখে তৈরি হয়েছিল ঢালাই রাস্তার। আর সেই ঢালাই রাস্তা হতেই যেন মাথায় বাজ পড়ল গ্রামের বাসিন্দাদের কপালে। রাস্তার বয়স একমাস হতেই আরও বেশি সমস্যায় পড়লেন এলাকার বাসিন্দারা।
advertisement

রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের শ্রীধরপুর গ্রামের ঘটনা। শ্রীধরপুর গ্রামে কয়েক লক্ষ টাকা ব্যায়ে ঢালাই রাস্তা কাজ করা হয়। আর সেই কাজ সম্পন্ন হতেই সমস্যায় এখন গ্রামের শতাধিক বাসিন্দারা। তার কারণ, বর্তমানে বর্ষা এসেছে। আর তাতেই আরও বেশি সমস্যায় পড়ে গিয়েছেন গ্রামবাসীরা। জানা গিয়েছে, এতদিন জল কাদা নিয়ে গন্তব্য যেতে হতো রাস্তার উপর দিয়েই গ্রামের বাসিন্দাদের। বৃষ্টি হতেই কিন্তু এখন জলমগ্ন হয়ে যাচ্ছে এলাকা। বাড়িতে ঢুকে যাচ্ছে রাস্তার জল। যার ফলে সমস্যায় পড়েছেন শ্রীধরপুর এলাকার গ্রামবাসীরা।

advertisement

আরও পড়ুন ঃ গুমোট আবহাওয়ায় নাজেহাল অবস্থা! কখন নামবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি? জানুন পূর্বাভাস

গ্রামের বাসিন্দাদের অভিযোগ, যেভাবে রাস্তা তৈরি করা হয়েছে তাতে রাস্তা উঁচু তৈরি হওয়ার কারণে জল ঢুকে যাচ্ছে বাড়ির মধ্যেই। অন্যদিকে, জল নিকাশীর ব্যবস্থা নেই রাস্তার পাশে, ফলে প্রচন্ড সমস্যায় পড়তে হয়েছে গ্রামের বাসিন্দাদের। এই ঢালাই রাস্তা যেভাবে তৈরি হয়েছে তাতেই নিত্যদিন এই সমস্যা হচ্ছে । দ্রুত সমস্যা সমাধানের দাবি করেছেন বাসিন্দারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
New Road: আজব কাণ্ড! গ্রামে তৈরি হয়েছে নতুন রাস্তা, আর তাতেই চরম বিপদে গ্রামবাসীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল