রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের শ্রীধরপুর গ্রামের ঘটনা। শ্রীধরপুর গ্রামে কয়েক লক্ষ টাকা ব্যায়ে ঢালাই রাস্তা কাজ করা হয়। আর সেই কাজ সম্পন্ন হতেই সমস্যায় এখন গ্রামের শতাধিক বাসিন্দারা। তার কারণ, বর্তমানে বর্ষা এসেছে। আর তাতেই আরও বেশি সমস্যায় পড়ে গিয়েছেন গ্রামবাসীরা। জানা গিয়েছে, এতদিন জল কাদা নিয়ে গন্তব্য যেতে হতো রাস্তার উপর দিয়েই গ্রামের বাসিন্দাদের। বৃষ্টি হতেই কিন্তু এখন জলমগ্ন হয়ে যাচ্ছে এলাকা। বাড়িতে ঢুকে যাচ্ছে রাস্তার জল। যার ফলে সমস্যায় পড়েছেন শ্রীধরপুর এলাকার গ্রামবাসীরা।
advertisement
আরও পড়ুন ঃ গুমোট আবহাওয়ায় নাজেহাল অবস্থা! কখন নামবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি? জানুন পূর্বাভাস
গ্রামের বাসিন্দাদের অভিযোগ, যেভাবে রাস্তা তৈরি করা হয়েছে তাতে রাস্তা উঁচু তৈরি হওয়ার কারণে জল ঢুকে যাচ্ছে বাড়ির মধ্যেই। অন্যদিকে, জল নিকাশীর ব্যবস্থা নেই রাস্তার পাশে, ফলে প্রচন্ড সমস্যায় পড়তে হয়েছে গ্রামের বাসিন্দাদের। এই ঢালাই রাস্তা যেভাবে তৈরি হয়েছে তাতেই নিত্যদিন এই সমস্যা হচ্ছে । দ্রুত সমস্যা সমাধানের দাবি করেছেন বাসিন্দারা।
কৌশিক অধিকারী