ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দিতে। কান্দি থানার অন্তর্গত কুমারষন্ড অঞ্চলের ডাঙ্গাপাড়া, বাহাদুরপুর, মহুরুল, খদ্দরনারায়নপুর সহ একাধিক গ্রামের যাতায়াতার একামাত্র ভরসা এই রাস্তা। দীর্ঘিদিন ধরেই রাস্তা বেহাল ছিল। পাঁচ বছর পর পিঁচের রাস্তা তৈরী হচ্ছে কিন্তু এক সপ্তাহ না যেতেই রাস্তা থেকে উঠে আসছে পাথর।
আরও পড়ুন ঃ সাতসকালে বহরমপুরের বাস টার্মিনাসে ভয়ঙ্কর কাণ্ড! আতঙ্কের পরিবেশ এলাকায়
advertisement
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে প্রায় ৩ কিমি পিচের রাস্তার জন্য বরাদ্দ অর্থ ৫৫ লক্ষ ১৭ হাজার টাকা। কিন্তু গ্রামের বাসিন্দাদের অভিযোগ সেই টাকার তিন ভাগের এক ভাগেরও কাজ হচ্ছে না। রাস্তার কাজ শেষ না হতেই রাস্তা অবস্থা বেহাল হয়ে যাচ্ছে।
গ্রামবাসীরা অভিযোগ করেন, সংশ্লিষ্ট ঠিকাদারকে ভালো করে রাস্তা তৈরী করার জন্য বার বার বলেও কোনো সুরাহা না পেয়ে অবশেষে রাস্তার উপর বিক্ষোভ দেখানো হয়, ধানের চারা পুঁতে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা।
আরও পড়ুন ঃ এ যেন উলোট পূরাণ! পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে রামধনু জোট
এই বিষয়ে আমীন আলী বলেন, “কান্দি রাজ্য সড়কের এবং নবগ্রামে যাওয়ার একমাত্র রাস্তা। এইরাস্তা উপর দিয়ে স্কুলের ছাত্র ছাত্রী থেকে হাটে বাজারে যাওয়ার একমাত্র ভরসা। শুধু তাই নয় মাঠের জমির সমস্ত ফসল তোলার ভরসা এই রাস্তা। মহুরুলের এই রাস্তা যাতে ভালো করে তৈরী হয় গ্রাম বাসির পক্ষ থেকে এই আবেদন রাখছি।” এই বিষয়ে কান্দির বিডিও শ্রী কুমার ভট্টাচার্জ বলেন, “ওটা জেলা পরিষদের কাজ হচ্ছে। আমি ওই রাস্তার বিষয়ে কিছু বলতে পারব না।”
কৌশিক অধিকারী