TRENDING:

Murshidabad News: রাস্তা না চাষের জমি বোঝা দায়! ধানের চারা রোপণ করে প্রতিবাদ গ্রামবাসীদের

Last Updated:

রাস্তা তৈরী হাওয়ার কাজ এখনও শেষ হয়নি, অথচ তার আগেই রাস্তার কঙ্কালসার অবস্থা। তবে এ যে কোনো রাস্তা নয়, পিচের রাস্তা। হ্যাঁ ঠিকই দেখছেন একদিকে তৈরী হচ্ছে  পিচের রাস্তা , তৈরী হওয়ার দু'দিন পর থেকেই পিচ খসে পাথর উঠে আসছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদঃ রাস্তা তৈরী হাওয়ার কাজ এখনও শেষ হয়নি, অথচ তার আগেই রাস্তার কঙ্কালসার অবস্থা। তবে এ যে কোনো রাস্তা নয়, পিচের রাস্তা। হ্যাঁ ঠিকই দেখছেন একদিকে তৈরী হচ্ছে পিচের রাস্তা , তৈরী হওয়ার দু’দিন পর থেকেই পিচ খসে পাথর উঠে আসছে। যার ফলে সমস্যায় কুমারষন্ড অঞ্চলের ডাঙ্গাপাড়া থেকে খদ্দরনারায়নপুর গ্রামের মানুষ। সঠিকভাবে রাস্তায় তৈরী করার জন্য ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ।
advertisement

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দিতে। কান্দি থানার অন্তর্গত কুমারষন্ড অঞ্চলের ডাঙ্গাপাড়া, বাহাদুরপুর, মহুরুল, খদ্দরনারায়নপুর সহ একাধিক গ্রামের যাতায়াতার একামাত্র ভরসা এই রাস্তা। দীর্ঘিদিন ধরেই রাস্তা বেহাল ছিল। পাঁচ বছর পর পিঁচের রাস্তা তৈরী হচ্ছে কিন্তু এক সপ্তাহ না যেতেই রাস্তা থেকে উঠে আসছে পাথর।

আরও পড়ুন ঃ সাতসকালে বহরমপুরের বাস টার্মিনাসে ভয়ঙ্কর কাণ্ড! আতঙ্কের পরিবেশ এলাকায়

advertisement

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে প্রায় ৩ কিমি পিচের রাস্তার জন্য বরাদ্দ অর্থ ৫৫ লক্ষ ১৭ হাজার টাকা। কিন্তু গ্রামের বাসিন্দাদের অভিযোগ সেই টাকার তিন ভাগের এক ভাগেরও কাজ হচ্ছে না। রাস্তার কাজ শেষ না হতেই রাস্তা অবস্থা বেহাল হয়ে যাচ্ছে।

গ্রামবাসীরা অভিযোগ করেন, সংশ্লিষ্ট ঠিকাদারকে ভালো করে রাস্তা তৈরী করার জন্য বার বার বলেও কোনো সুরাহা না পেয়ে অবশেষে রাস্তার উপর বিক্ষোভ দেখানো হয়, ধানের চারা পুঁতে দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা।

advertisement

আরও পড়ুন ঃ এ যেন উলোট পূরাণ! পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে রামধনু জোট

এই বিষয়ে আমীন আলী বলেন, “কান্দি রাজ্য সড়কের এবং নবগ্রামে যাওয়ার একমাত্র রাস্তা। এইরাস্তা উপর দিয়ে স্কুলের ছাত্র ছাত্রী থেকে হাটে বাজারে যাওয়ার একমাত্র ভরসা। শুধু তাই নয় মাঠের জমির সমস্ত ফসল তোলার ভরসা এই রাস্তা। মহুরুলের এই রাস্তা যাতে ভালো করে তৈরী হয় গ্রাম বাসির পক্ষ থেকে এই আবেদন রাখছি।” এই  বিষয়ে কান্দির বিডিও শ্রী কুমার ভট্টাচার্জ বলেন, “ওটা জেলা পরিষদের কাজ হচ্ছে। আমি ওই রাস্তার বিষয়ে কিছু বলতে পারব না।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: রাস্তা না চাষের জমি বোঝা দায়! ধানের চারা রোপণ করে প্রতিবাদ গ্রামবাসীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল