Murshidabad News: এ যেন উলোট পূরাণ! পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে রামধনু জোট

Last Updated:

বড়ঞা পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে রামধনু জোট। পঞ্চায়েত সমিতির সভাপতি ও  সহ সভাপতি নির্বাচন হল। সভাপতি হল তৃণমূলের, সহ সভাপতি হল বিজেপির । সমর্থন করল বাম কংগ্রেস জোট ।

+
title=

মুর্শিদাবাদঃ কেন্দ্রে ও রাজ্যে যখন বিজেপির বিরোধিতা করছে তৃণমূল  , তখন উলট পূরাণ দেখা গেল মুর্শিদাবাদে। রামধনু জোটের আবহাওয়াতে উল্টে গেল সমিকরণ রাজনীতি। মুর্শিদাবাদ জেলার বড়ঞা পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে রামধনু জোটে পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি নির্বাচন হল । সভাপতি হল তৃণমূলের, সহ সভাপতি হল বিজেপির । সমর্থন করল বাম কংগ্রেস জোট ।
মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের তৃণমূলের একটা অংশ কে সার্পোট করে পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি নির্বাচন করা হল। বড়ঞা পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ৩৮। ম্যাজিক ফিগার হল ২০। ফলে তৃণমূলের দখলে ছিল ২১, বড়ঞা কংগ্রেস ছিল ৯, বিজেপি – ৭, সিপিএম – ১ । শাসকদল তৃণমূলের ম্যাজিক ফিগার থাকলেও একত্রিত ভাবে তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করতে ব্যর্থ হল।
advertisement
advertisement
দিনভর টানটান উত্তেজনার মধ্যে দিয়েই শুরু হয় পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন প্রক্রিয়া। প্রথমে সকালে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। মটর বাইক বাহিনীর ব়্যালি কে কেন্দ্র করে পুলিশ লাঠিচার্জ করে। তারপরে শুরু হয় নির্বাচনী প্রক্রিয়া। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শাসকদলের দুই প্রার্থী তৃণমূলের সুলতানা খাতুন ও নাজমা সুলতানা, ও সহ সভাপতি পদে বিজেপির হয়ে সুজিত পাত্র ও তৃণমূলের হয়ে বুদ্ধদেব সাহা প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি সুলতানা খাতুনের সমর্থনে ২৩টি ভোট পড়ে তৃণমূল বিজেপি ও কংগ্রেসের। এবং ১৫টি ভোট পড়ে তৃনমূলের নাজমা সুলতানার সমর্থনে।
advertisement
অন্যদিকে সহ-সভাপতি পদে বিজেপির সুজিত পাত্রের সমর্থনে ২৩টি ভোট পড়ে তৃণমূল, বিজেপি ও কংগ্রেসের এবং তৃণমূলের বুদ্ধদেব সাহার সমর্থনে ১৫টি ভোট পড়ে তৃণমূলের ।ফলে সভাপতি নির্বাচিত হন সুলতানা খাতুন এবং সহ সভাপতি নির্বাচিত হন সুজিত পাত্র। ৬জন তৃণমূলের সদস্য তারা বিক্ষুব্ধ হয়ে বিজেপি, তৃণমূল ও সিপিআইএমের সঙ্গে জোট বদ্ধ হয়ে পঞ্চায়েত সমিতি গঠন করল।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: এ যেন উলোট পূরাণ! পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে রামধনু জোট
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement