পুলিশ সুত্রে জানা যায়, তলিয়ে যাওয়া শিশুর নাম আব্দুল আজিজ ওরফে আহিল (৭)। বাড়ি সামসেরগঞ্জ থানার লক্ষীনগর গ্রামে। বুধবার সকাল থেকে তলিয়ে যাওয়া শিশুর সন্ধানে শুরু হয় তল্লাশি অভিযান। স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে লক্ষীনগর গ্রাম থেকে মামার বাড়ি ধুলিয়ান পুরসভা এলাকার হিজলতলা গ্রামে এসেছিলো ওই শিশু। দুপুরে চার শিশু এক সঙ্গে বাড়ি থেকে কিছুটা দূরত্বে থাকা গঙ্গায় স্মান করতে যায় বলে জানা যায়, কার্যত অসাবধানতাবশত গঙ্গায় তলিয়ে যায় চার জন শিশু।
advertisement
আরও পড়ুনঃ কান্দিতে ৪৪ তম নাট্যোৎসব, হারাতে বসা রায়বেঁশে নাচ দেখলেন দর্শকরা
স্থানীয় বাসিন্দারা তিন শিশু কে তড়িঘড়ি উদ্ধার করলেও এক জনকে উদ্ধার করতে পারেনি। তলিয়ে যাবার খবর জানা জানি হতেই হইচই সৃষ্টি হয় গ্রামে। খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে আসে। ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ খবর দেওয়া হয় ডুবুরি টিমকে। নিখোঁজ শিশুর সন্ধানে বুধবার সকাল থেকে গঙ্গায় তল্লাশি চালায় ডুবুরি টিম। ঘটনায় শোকের ছায়া নেমে আসে গ্রামে। অবশেষে শুক্রবার সকালে দেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ আবাস যোজনা নিয়ে এবার সরব কংগ্রেস! বিক্ষোভ অনশনে কংগ্রেস কর্মীরা
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন । সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে।
Koushik Adhikary