এই প্রথম ম্যাজিক বুক অব রেকর্ডস ২০২২ অ্যাওয়ার্ড এল ধুলিয়ানে। খুশি ধুলিয়ানবাসী। এই প্ৰথম সামশেরগঞ্জের যুবক ম্যাজিক বুক অব রেকর্ডস ২০২২-এ নিজের নাম তুললেন। সামশেরগঞ্জ ধুলিয়ান শহরের মালঞ্চ গ্ৰামের বাসিন্দা মনোময় দাস। বিগত চার বছর ধরে ছবি আঁকার পর অদম্য প্রয়াসে এবার ম্যাজিক বুক অফ রেকর্ডস এ নাম তুলে চমকে দিলেন ধুলিয়ানবাসীকে।
advertisement
আরও পড়ুন : ট্রেনের কামরায় ছিল বস্তা, হয়ে গেল সজারু! লক্ষ টাকা হাতবদলের আগেই গ্রেফতার ৩
যদিও মধ্যেবিত্ত পরিবার, রোজগারের উৎস একটি পোলট্রি মুরগির দোকান, ও মায়ের বিড়ি বাঁধার টাকা।তবুও সব কিছু হার মানিয়ে আজ জনসমক্ষে দৃষ্টান্ত তৈরি করল মনোময় দাস। লড়াই সহজ না হলেও আজকের প্রাপ্তি যেন সব কষ্টকে ধুয়ে মুছে সাফ করে দেই এক নিমেষে। তাই মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে নিজের ইচ্ছাশক্তি ও মা বাবার আশীর্বাদ এবং মাস্টার মশাইয়ের সাপোর্ট আজ অনেক দূর নিয়ে গিয়েছে মন্ময় দাসকে।যদিও তাঁর ইচ্ছে এলাকাবাসীকো শিল্পকলার গুরুত্ব বোঝানো। সেই লক্ষ্যেই তাঁর অদম্য প্রয়াস।