TRENDING:

Dharmaraj Puja: ধর্মরাজের পুজোয় মাতল গোটা গ্রাম! ভক্তের ঢল ভরতপুরে

Last Updated:

মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় পালিত হল গ্রামীণ ধর্মরাজ পুজো। সোমবার গুরুপুর্নিমা উপলক্ষে মুর্শিদাবাদ জেলার ভরতপুর ব্লকে এই ধর্মরাজ পুজোর আয়োজন করা হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় পালিত হল গ্রামীণ ধর্মরাজ পুজো। সোমবার গুরুপুর্নিমা উপলক্ষে মুর্শিদাবাদ জেলার ভরতপুর ব্লকের অন্তর্গত আমলাই গ্রামে  এই ধর্মরাজ পুজোর আয়োজন করা হল। মহা সাড়ম্বরে শতাব্দী প্রাচীন ধর্মরাজ পুজার সূচনা হল আমলাই গ্রামে। গ্রামে দুর্গাপুজো বা সরস্বতী পুজো যতটা ধুমধাম হয়ে থাকে তার থেকেও বেশি একদিনের এই ধর্মরাজ পুজোতে সামিল হন বহু ভক্তরা।
advertisement

আমলাই সহ আশেপাশের এলাকায় মানুষ উৎসবের আনন্দে মেতেছেন পুজোকে ঘিরে। উদ্যোক্তারা জানিয়েছেন, সোমবার এই পুজা হলেও পুজা ঘিরে আগামী তিন দিন মন্দির প্রাঙ্গণে চলবে একাধিক অনুষ্ঠান৷ বাংলার নিজস্ব সংস্কৃতি বোলান গান, বাউল সঙ্গীত সহ একাধিক অনুষ্ঠান রয়েছে এই পুজোকে ঘিরে। সোমবার সকালে ঢাল ঢোল বাজনা সহকারে বনাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়েই এই পুজোর আয়োজন করা হয়।

advertisement

আরও  পড়ুনঃ  ভোটের আগে ফের বন্দুক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার মুর্শিদাবাদে

বাংলার লৌকিক জীবনে ধর্মরাজ হলেন গ্রামদেবতা। আঞ্চলিক এই দেবতার বাহন হিসেবে দেখা যায় পোড়া মাটির তৈরি ঘোড়া। দূরারোগ্য ব্যাধি নিরাময়ের জন্য ও অন্যান্য নানান জটিল সমস্যা থেকে সুরাহা পেতে অনেকেই ধর্মরাজকে মানত হিসেবে দান করে থাকেন মাটির তৈরি এই ঘোড়া।

advertisement

View More

ধর্মরাজ পুজো সাধারণত বুদ্ধপূর্ণিমা বা গুরুপুর্নিমা দিনে পালিত হয়ে থাকে। ধর্মরাজের নিজস্ব কোনও মূর্তি নেই। শিলাকেই দেবতা হিসেবে মান্য করা হয়। জনশ্রুতি আছে, বহু আগে গ্রামের শেষ সীমানায় আঁকড়া গাছের তলায় ধর্মরাজ অধিষ্ঠিত থাকতেন। ধর্মরাজ পূজার সঙ্গে শিবের যোগসূত্র রয়েছে। কারণ মন্দিরে ধর্মরাজের সঙ্গে লৌহশলাকা যুক্ত একটি কাঠের পাটাতনকে রাখা হয় যা বাণেশ্বর নামে পরিচিত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Dharmaraj Puja: ধর্মরাজের পুজোয় মাতল গোটা গ্রাম! ভক্তের ঢল ভরতপুরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল