এদিন অধীর চৌধুরী বলেন, তিনি জেলা পুলিশ সুপারকে জানিয়েছেন, যারা এলাকায় এলাকায় সন্ত্রাস চালাচ্ছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে অবিলম্বে পুলিশকে ব্যবস্থা নিতে হবে (Murshidabad News)। পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণ করতে হবে। জেলা পুলিশ সুপার অধীর বাবুর অভিযোগ এবং প্রার্থীদের অভিযোগ শুনেছেন এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে, শুক্রবার কংগ্রেসের দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের পর প্রার্থীদের ঘরে রাখতে প্রার্থীদের পার্টি অফিসে নিয়ে এসে কার্যত শুক্রবার সারারাত প্রার্থী পাহাড়া দিলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী (Murshidabad News)। শুক্রবার রাতেই দিল্লি থেকে ফিরেই দলীয় প্রার্থীদের নিয়ে জেলা কংগ্রেস কার্যালয়ে রাত কাটালেন অধীর চৌধুরী। কংগ্রেস প্রার্থীদের জোর করে মনোনয়ন প্রত্যাহার করানো হয়েছে শুক্রবার অভিযোগ উঠেছিল। সেই খবর জেনে রাত্রেই প্রার্থীদের পার্টি অফিসে চলে আসতে নির্দেশ দেন বহরমপুরের সাংসদ। অধীর চৌধুরী বলেন, "আমি নিজে শুক্রবার রাতে এই ঘটনা শোনার পর সবাইকে বললাম পার্টি অফিসে চলে আসুন আপনারা যারা প্রার্থী রয়েছেন। আমি গোটা রাত পার্টি অফিসেই ছিলাম।"
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ২৭শে ফেব্রুয়ারি বহরমপুর পৌরসভা সহ মুর্শিদাবাদ জেলার সাতটি পৌরসভার নির্বাচন। সেই নির্বাচনে কংগ্রেস সহ শাসকদল তৃণমূল কংগ্রেস ও বিজেপি ইতিমধ্যেই মনোনয়ন পত্র জমা দিয়েছে। শনিবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল।
Koushik Adhikary