TRENDING:

Murshidabad News: 'ভুল' ভ্যাকসিনে ফুলে গিয়েছে শিশুর হাত! মহিলা স্বাস্থ্যকর্মীকে আটকে বিক্ষোভ পরিবারের

Last Updated:

শিশুকে ভুল ভ্যাকসিন দেওয়ার অভিযোগে মহিলা স্বাস্থ্যকর্মীকে আটকে বিক্ষোভ দেখাল শিশুটির পরিবার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: তিন মাস আগে এক শিশুকে ভুল ভ্যাকসিন দেওয়ার অভিযোগে বুধবার মহিলা স্বাস্থ্যকর্মীকে আটকে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। রঘুনাথগঞ্জের ঘটনা। শিশুর পরিবারের সদস্যদের অভিযোগ, ওই স্বাস্থ্য কর্মী ভ্যাকসিন দেওয়ার পর থেকেই শিশুটির হাত ফুলে গিয়েছে। তারপর থেকেই ব্যথায় খাওয়া দাওয়া করছে না সে। এমনকি ব্যথায় ঘুমোতেও পারছে না বলে পরিবারের দাবি। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement

আরও পড়ুন: আর কবে বোনাস হবে! চা বাগান মালিকরা দাবি না মানায় তুমুল অশান্তি

রঘুনাথগঞ্জ-২ ব্লকের সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের ইমামনগর স্বাস্থ্য কেন্দ্রের কর্মী দেবযানী রায়কে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। তাঁর কাছে ক্ষতিপূরণও চাওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে ওই স্বাস্থ্যকর্মীকে উদ্ধার করে নিয়ে যায়।

advertisement

View More

এই প্রসঙ্গে জঙ্গিপুর মহকুমার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তথা জঙ্গিপুর মহকুমা হাসপাতালের সুপার অবিনাশ কুমার বলেন, অনেক ক্ষেত্রে কোন‌ও কোন‌ও শিশুর এই সমস্যা দেখা দেয়। সঠিকভাবে চিকিৎসা হলে তা সেরেও যায়। হাসপাতালে এলে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে।

জানা গিয়েছে, মাস তিনেক আগে স্বাস্থ্য শিবিরে শ্রীধরপুরের বছর দেড়েকের শিশু জিশান শেখকে ভ্যানসিন দেওয়া হয়। ভ্যানসিন দেন ইমামনগর স্বাস্থ্য কেন্দ্রের কর্মী দেবযানী রায়। শিশুটির পরিবারের দাবি, ভ্যাকসিন দেওয়ার পর থেকেই তার ডান হাত ফুলে যায়৷ ব্যথায় শিশুটি সবসময় কান্নাকাটি করছে। রাতেও ঘুমায় না। সমস্যার কথা ওই স্বাস্থ্যকর্মীকে জানালেও তিনি কর্ণপাত করেননি বলে অভিযোগ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কটুক্তি 'চুলোয় যাক'! লক্ষ্য স্থির রেখে সফল তৃতীয় লিঙ্গের দুই প্রতিমা শিল্পী
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: 'ভুল' ভ্যাকসিনে ফুলে গিয়েছে শিশুর হাত! মহিলা স্বাস্থ্যকর্মীকে আটকে বিক্ষোভ পরিবারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল