আরও পড়ুন: আর কবে বোনাস হবে! চা বাগান মালিকরা দাবি না মানায় তুমুল অশান্তি
রঘুনাথগঞ্জ-২ ব্লকের সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের ইমামনগর স্বাস্থ্য কেন্দ্রের কর্মী দেবযানী রায়কে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। তাঁর কাছে ক্ষতিপূরণও চাওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে ওই স্বাস্থ্যকর্মীকে উদ্ধার করে নিয়ে যায়।
advertisement
এই প্রসঙ্গে জঙ্গিপুর মহকুমার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তথা জঙ্গিপুর মহকুমা হাসপাতালের সুপার অবিনাশ কুমার বলেন, অনেক ক্ষেত্রে কোনও কোনও শিশুর এই সমস্যা দেখা দেয়। সঠিকভাবে চিকিৎসা হলে তা সেরেও যায়। হাসপাতালে এলে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে।
জানা গিয়েছে, মাস তিনেক আগে স্বাস্থ্য শিবিরে শ্রীধরপুরের বছর দেড়েকের শিশু জিশান শেখকে ভ্যানসিন দেওয়া হয়। ভ্যানসিন দেন ইমামনগর স্বাস্থ্য কেন্দ্রের কর্মী দেবযানী রায়। শিশুটির পরিবারের দাবি, ভ্যাকসিন দেওয়ার পর থেকেই তার ডান হাত ফুলে যায়৷ ব্যথায় শিশুটি সবসময় কান্নাকাটি করছে। রাতেও ঘুমায় না। সমস্যার কথা ওই স্বাস্থ্যকর্মীকে জানালেও তিনি কর্ণপাত করেননি বলে অভিযোগ।
কৌশিক অধিকারী