আরও পড়ুন: মাও হামলা থেকে বারে বারে রক্ষা করেন, কাকে বিশেষ সম্মান জানাল পুলিশ দেখুন
উল্লেখ্য, এই বিষয়ে তিনদিন আগেই বহরমপুর পুরসভা মাইকিং করে ও নোটিশ দিয়ে সকলকে সতর্ক করে দিয়েছিল। কিন্তু যে সকল অবৈধ দোকান সেই নির্দেশ মেনে রাস্তার ধার থেকে উঠে যায়নি সেগুলো সকাল থেকে ভেঙে ফেলার কাজ শুরু হয়। এই অবৈধ নির্মাণ উচ্ছেদ অভিযানে হাজির ছিলেন সদর মহকুমাশাসক প্রভাত চট্টোপাধ্যায়, পুলিশ প্রশাসনের আধিকারিকগণ সহ বহরমপুর পুরসভা কর্তৃপক্ষ।
advertisement
বহরমপুর পুরসভা সুত্রে জানা গিয়েছে, শহরকে যানজট মুক্ত করতে, নর্দমা উপচে জল রাস্তায় চলে আসা বন্ধ করতে কড়া ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি জায়গা দখলমুক্ত করতে নামানো হয়েছে বুলডোজার। এদিন যৌথ অভিযানে নামে জেলা প্রশাসন, পুলিশ, বহরমপুর পুরসভা। জলট্যাঙ্ক মোড় থেকে শুরু হয় উচ্ছ্বেদ অভিযান। সদর মহকুমাশাসক প্রভাত চট্টোপাধ্যায় জানান, অনেকেই নর্দমা দখল করে স্ল্যাব বসিয়ে ব্যবসা করছে। এতে রাস্তর জল নর্দমায় নামতে পারছিল না। যানজটও বাড়ছিল। পুজোর আগেই শহরকে যানজট মুক্ত করার চেষ্টা চলছে।
কৌশিক অধিকারী