বহরমপুর পুরসভা চত্বরে উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি পুরসভার চেয়ারম্যানকে ডেপুটেশনও দেওয়া হয় দলের পক্ষ থেকে।উল্লেখ্য, ইতিমধ্যেই বহরমপুর শহরের বেশকিছু জলাশয় ভরাট করে ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে বহরমপুর শহর জুড়ে। যার পরিণামে আগামী দিনে দুর্বিষহ অবস্থায় পড়তে হবে শহরবাসীকে। অন্যদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় চলছে এই মুহূর্তে।
advertisement
আরও পড়ুন : আবাস যোজনার তালিকায় নাম নেই! এবার সটান বিডিও অফিসে লাইন দিলেন গ্রামবাসীরা
অভিযোগ, যেখানে বর্তমান শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে- স্বজনপোষণের পাশাপাশি চরম দুর্নীতির। যার কারণে নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন গরিব মানুষ। মূলত এই সমস্ত বিষয়ের ভিত্তিতে এদিন বহরমপুর পুরসভা চলো অভিযানের ডাক দেওয়া হয়েছে CPI(M)-এর বহরমপুর শহর এরিয়া কমিটির পক্ষ থেকে। যদিও সিপিএম নেতৃত্ব জানান, আগামী দিনে এই সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।