আরও পড়ুন: সীমান্তে ১২ কোটি টাকার সাপের বিষ উদ্ধার!
জানা গিয়েছে, মালদহের কালিয়াচকে বোমা বাঁধতে গিয়ে গুরুতর আহত হন আলম শেখ। এরপর তাকে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। ওই আহত ব্যক্তি জানিয়েছেন, হঠাৎই বোমা বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। কিন্তু মালদহের কোনও হাসপাতালে ভর্তি না করে কেন জঙ্গিপুরে এনে ভর্তি করা হল তা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। উল্লেখ্য বিস্ফোরণস্থল কালিয়াচকের বেশ কাছেই অবস্থিত মালদহ মেডিকেল কলেজ।
advertisement
এদিকে আহত আলম শেখ জানান, টাকার বিনিময়ে তিনি মালদহের বৈষ্ণবনগর থেকে কালিয়াচকে বোম বাঁধতে গিয়েছিলেন। কিন্তু কোন রাজনৈতিক দলের হয়ে এই কাজ করছিলেন তা বলতে পারেননি। এই ঘটনার জেরে একজনের মৃত্যু হয়। আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। এরইমধ্যে মুর্শিদাবাদের সালারে কৌটো বোমা ফেটে আহত হয়েছে দুই শিশু।
কৌশিক অধিকারী