আরও পড়ুন: প্রবীণদের জন্য ‘অবসরে’, বালুরঘাটে নতুন বসার ঠিকানা
বর্তমানে শৈশবেই হারিয়ে যাচ্ছে ‘শৈশব’। সেই শৈশব ফিরিয়ে আনার উদ্যোগ হিসেবেই এই শিশু উদ্যানের উদ্বোধন করল কান্দি পুরসভার। বুধবার সন্ধেয় এই উদ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার, কান্দির পুরপ্রধান জয়দেব ঘটক সহ পুরসভার অন্যান্য সদস্যরা। ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে শিশুদের জন্য খুলে দেওয়া হয় এই উদ্যান।
advertisement
পুরপ্রধান ও বিধায়ক বলেন, বিনোদনের জন্য শহরে একটি আধুনিকভাবে সুসজ্জিত পার্কের দাবি ছিল দীর্ঘদিনের। সেই দাবি মেনে এই পার্কটি নতুন করে তৈরি করা হল। বিকেলটা শিশুরা সুন্দরভাবে এই পার্কে কাটাতে পারবে। এর আগে রক্ষণাবেক্ষণের অভাবে পার্কটি বেহাল হয়ে পড়েছিল। তাকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। বসার জন্য আছে নানা ধরনের চেয়ার, রয়েছে শিশুদের দোলনা। এছাড়াও দেওয়ালগুলো কার্টুনে সাজানো। আছে রংবেরঙের আলো। এদিন উদ্বোধনের পর পার্কটি ঘিরে উৎসাহ দেখা যায় শিশুদের মধ্যে। শুধু রাস্তাঘাট বা পানীয় জলের উন্নয়ন নয়, শিশুদের কৈশোরকালের বিকাশ ঘটানোর দিকেও নজর দিতে হবে বলে দাবি। প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যায়ে এই নতুন উদ্যানটি তৈরি করা হয়েছে। এই প্রসঙ্গে অভিভাবকরা বলেন, বাড়িতে ছেলেমেয়েরা রাতদিন মোবাইলে গেম বা কার্টুনেই মজে থাকে। এই পার্ক তৈরির ফলে বিকেলে অন্তত তারা কিছুক্ষণের জন্য হলেও মোবাইল ছেড়ে এখানে ঘুরতে আসতে পারবে।
কৌশিক অধিকারী