পরিবারের সদস্যরা জানিয়েছেন, সোমবার সকালে কান্দি থানার অন্তর্গত দাসপাড়া গ্রামে দুই পরিবারের মধ্যে ছাগলকে মারার ঘটনা কেন্দ্র করে প্রথমে বাক-বিতণ্ডা শুরু হয়, পরে দুই পক্ষের মধ্যে মারামারি বেঁধে যায়। ঘটনার জেরে আহত হন চারজন। স্থানীয়রা আহতদের চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। আহতরা বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, আহতদের নাম কিশোর দাস, নারায়ন চন্দ্র দাস, সুভাষ চন্দ্র দাস ও কল্পনা দাস।
advertisement
আরও পড়ুনঃ গাড়ি গেলেই ঝড় ওঠে! কিন্তু কেন? জানলে অবাক হতে বাধ্য
আহতদের অভিযোগ প্রতিবেশী সুরেন দাস, বাবলু দাস, সুখেন দাস, সাগর দাস লোহার রড ও বাঁশ দিয়ে মারধর করে। সংঘর্ষের জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অন্যদিকে, সুখেন দাসের অভিযোগ, চারদিন আগে বাড়ির মধ্যে ছাগলকে মারা হয়, তাকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। তবে সোমবার সকালে আমাদের আক্রমণ করে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তা সম্পুর্ণ মিথ্যে।
এ দিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও দুই পক্ষের তরফেই কান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
কৌশিক অধিকারী