TRENDING:

CBI Murshidabad: ঘুষ দিয়েও চাকরি হয়নি, আব্দুর রহমানের মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ হাইকোর্টের

Last Updated:

২০২২ সালের ২৭ সেপ্টম্বর আব্দুর রহমান কীটনাশক খেয়ে আত্মঘাতী হন বলে পরিবারের অভিযোগ। লালগোলার সারপাখিয়া এলাকায় বাড়ি ছিল এই যুবকের। সেই ঘটনায় চার্জশিট দেয় লালগোলা থানার পুলিশ। কিন্তু তাতে সন্তুষ্ট হয়নি পরিবার। তারা সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করে। সেই মামলাতেই বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: গ্ৰুপ ডি-র চাকরির জন্য টাকা দিয়ে প্রতারিত হন। সেই মানসিক চাপেই ২০২২ সালের ২৭ সেপ্টম্বর আব্দুর রহমান কীটনাশক খেয়ে আত্মঘাতী হন বলে পরিবারের অভিযোগ। লালগোলার সারপাখিয়া এলাকায় বাড়ি ছিল এই যুবকের। সেই ঘটনায় চার্জশিট দেয় লালগোলা থানার পুলিশ। কিন্তু তাতে সন্তুষ্ট হয়নি পরিবার। তারা সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করে। সেই মামলাতেই বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের এই নির্দেশে এবার সুবিচার মিলবে বলে আশাবাদী আব্দুর রহমানের পরিবার।
advertisement

মৃত আব্দুর রহমানের পরিবারের দাবি, চাকরির জন্য সে প্রায় ৭ সাত লক্ষ টাকা দিয়েছিল দিবাকর কোনাই নামের এক ব্যক্তিকে। কিন্তু টাকা দেওয়া সত্ত্বেও আব্দুর রহমানের চাকরি হয়নি। অভিযোগ, এরপর দিবাকর কোনাইয়ের কাছে টাকা ফেরত চাইলে হুমকির মুখে পড়তে হয়। এরপর‌ই আব্দুর রহমান কীটনাশক খেয়ে আত্মঘাতী হন বলে পরিবারের দাবি।

আরও পড়ুন: মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, মারাত্মক পরিস্থিতি দুই ছাত্রের!

advertisement

সুইসাইড নোটে এই বিষয়ে অভিযোগ‌ও লিখে গিয়েছিলেন ওই যুবক। এরপরই লালগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। সেই ঘটনায় পুলিশ বীরভূম থেকে গ্রেফতার করে অভিযুক্ত দিবাকর কোনাইকে। সেই ঘটনার‌ই এবার হাইকোর্টের নির্দেশে তদন্ত করবে সিবিআই। তাতে খুশি মৃত চাকরিপ্রার্থীর পরিবারের সদস্যরা।

সেরা ভিডিও

আরও দেখুন
মানবতার জয়গান রক্তদানের আহ্বান! ঘাটালে কালীপুজোর থিমে অভিনব ভাবনা
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
CBI Murshidabad: ঘুষ দিয়েও চাকরি হয়নি, আব্দুর রহমানের মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ হাইকোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল