মৃত আব্দুর রহমানের পরিবারের দাবি, চাকরির জন্য সে প্রায় ৭ সাত লক্ষ টাকা দিয়েছিল দিবাকর কোনাই নামের এক ব্যক্তিকে। কিন্তু টাকা দেওয়া সত্ত্বেও আব্দুর রহমানের চাকরি হয়নি। অভিযোগ, এরপর দিবাকর কোনাইয়ের কাছে টাকা ফেরত চাইলে হুমকির মুখে পড়তে হয়। এরপরই আব্দুর রহমান কীটনাশক খেয়ে আত্মঘাতী হন বলে পরিবারের দাবি।
আরও পড়ুন: মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, মারাত্মক পরিস্থিতি দুই ছাত্রের!
advertisement
সুইসাইড নোটে এই বিষয়ে অভিযোগও লিখে গিয়েছিলেন ওই যুবক। এরপরই লালগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। সেই ঘটনায় পুলিশ বীরভূম থেকে গ্রেফতার করে অভিযুক্ত দিবাকর কোনাইকে। সেই ঘটনারই এবার হাইকোর্টের নির্দেশে তদন্ত করবে সিবিআই। তাতে খুশি মৃত চাকরিপ্রার্থীর পরিবারের সদস্যরা।
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2023 11:31 AM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
CBI Murshidabad: ঘুষ দিয়েও চাকরি হয়নি, আব্দুর রহমানের মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ হাইকোর্টের





