TRENDING:

Murshidabad News: বাইক দুর্ঘটনায় প্রয়াত জওয়ান! প্রাণে বাঁচালেন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে, চোখের জলে বিদায়

Last Updated:

Murshidabad News: ১৯৯৪ সাল থেকে বিএসএফ-এ কর্মরত ছিলেন জালালউদ্দিন সেখ। হেড কন্সস্টেবল পদে ছিলেন তিনি। বুধবার মধ্যরাতে জওয়ানের নিথর কফিনবন্দি দেহ নিয়ে আসা হয় বালিয়া হাট গ্রামে বাড়িতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: গান স্যালুট দিয়ে শেষকৃত্য সম্পন্ন হল নিহত বিএসএফ জাওয়ানের। রাজস্থানের ৮৩ নং ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানরা মধ্যরাতেই নিহত জওয়ান জালালউদ্দিন সেখের উদ্দেশ্যে গান স্যালুট দিয়ে সম্মান জানালেন। বুধবার রাত দুটো নাগাদ এই গান স্যালুট দিয়ে সম্মান জানানো হয়। বিএসএফ-এ হেড কন্সস্টেবল পদে কর্মরত ছিলেন জালালউদ্দিন। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ব্যাটালিয়ানের উচ্চপদস্থ আধিকারিকরা।
advertisement

পরিবার সূত্রে খবর, মানসিক ভারসাম্যহীন রোগীকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয় বিএসএফ জওয়ানের। ছুটিতে এসেছিলেন ইদ-উদ-জোহার আগে। গত ৯ জুলাই বড়ঞার সাবলপুর এলাকায় ঘটে দুর্ঘটনাটি। বড়ঞা থানার একঘরিয়া এলাকায় তাঁর শ্বশুরবাড়ি। সেখানেই যাচ্ছিলেন স্ত্রীকে নিয়ে মোটরবাইক চালিয়ে যাচ্ছিলেন। রাজ্য সড়কে হঠাৎই গাড়ির সামনে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি চলে আসায় দুর্ঘটনার কবলে পড়েন দম্পতি। গুরুতর আহত হন দু’জনেই। স্ত্রী ভর্তি ছিলেন কান্দি হাসপাতালে। জওয়ানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর সেখান থেকে কলকাতার নিউরো সায়েন্সে পাঠানো হলেও মৃত্যু হয় মঙ্গলবার রাতে।

advertisement

আরও পড়ুন: গরম গরম চায়ে চুমুক সঙ্গে দোকানদারের হরবোলা! জমজমাট সন্ন্যাসীবাবুর চায়ের দোকান

আরও পড়ুন: পেট্রল পাম্পে দাউদাউ আগুন! অগ্নিদগ্ধ তিন যুবক, ভয়াবহ কাণ্ড বসিরহাটে

নিহত জওয়ানের নাম জালালউদ্দিন সেখ। ১৯৯৪ সাল থেকে বিএসএফ-এ কর্মরত। হেড কন্সস্টেবল পদে ছিলেন তিনি। বুধবার মধ্যরাতে জওয়ানের নিথর কফিনবন্দি দেহ নিয়ে আসা হয় বালিয়া হাট গ্রামে বাড়িতে। পরিবারে নেমে আসে শোকের ছায়া। পুরো গ্রাম জেগে বসে থাকে শেষবারের মতো নিহত জাওয়ানকে দেখার জন্য।

advertisement

কফিনবন্দি দেহ বাড়িতে পৌঁছাতেই ভিড় জমে। কান্নায় ভেঙে পড়েন পরিবার ও গ্রামের মানুষজন। নিহত জওয়ানের স্ত্রী পাপিয়া ইয়াসমিন জানান, এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গাড়ির সামনে চলে আসায় তাকে বাঁচাতে গিয়ে এমন ঘটনা ঘটে। শোকাচ্ছন্ন রয়েছেন তিনি। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গ্রামবাসীদের কথায়, তিনি অত্যন্ত মিষ্টভাষী এবং ভাল মানুষ ছিলেন। সকলের পাশে দাঁড়াতেন বিপদের সময়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উর্দি ছেড়ে গিটার হাতে আধিকারিক, দুই পুলিশ কর্তার গানের গলা অবাক করবে আপনাকেও!
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বাইক দুর্ঘটনায় প্রয়াত জওয়ান! প্রাণে বাঁচালেন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে, চোখের জলে বিদায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল