জানা যায়, শুক্রবার সকালে নিজের বাড়ির দোতলা ছাদ থেকে এক যুবকের গলার নলি কাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার ধূলিয়ান পৌরসভা এলাকার এক নম্বর ওয়ার্ডে। মৃত যুবকের নাম মোন্তাজ আলী মোমিন। গতকাল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
আরও পড়ুন: নামী রেস্টুরেন্টের মাংসে এ কী হাল! ঢাকনা সরাতেই যা কাণ্ডটা ঘটল অবাক হবেন
advertisement
বাড়ির ছাদে এভাবে নলি কাটা দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো শোরগোল সৃষ্টি হয় গোটা ধূলিয়ান শহরে। তারপরেই কার্যত তদন্তে নামে সামসেরগঞ্জ থানার পুলিশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ। কথাবার্তায় অসঙ্গতি হওয়ায় আটক করা হয় মৃত যুবকের বড় দাদা হজরত আলীকে। দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ। তারপরেই কার্যত খুনের কথা স্বীকার করে মৃতের দাদা বলে জানা যায়।
আরও পড়ুন: “দিদি আছে সবাই পাস”! মাধ্যমিকে কেমন ফল করল ভাইরাল অভিভাবকদের সন্তানরা!
পারিবারিক সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোলের জেরেই ছোট ভাইকে প্রথমে ঘরে ঢুকে চাকু দিয়ে আঘাত করার পর তাকে ছাদে নিয়ে গিয়ে খুন করেছে বলেই জরত আলী বলে জানা যায়। শনিবারই ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় সামসেরগঞ্জ থানার পুলিশ। এদিকে ধূলিয়ান শহরের মুখে এমন লোমহর্ষক কাহিনীতে কার্যত স্তম্ভিত হয়ে যান পরিবারের সদস্যরা। শোকের ছায়া নেমে আসে পরিবার ও পাড়া প্রতিবেশীদের মধ্যে। দোষীর শাস্তির দাবি করেছেন মৃতের পরিবারের সদস্যরা।
কৌশিক অধিকারী