সামর্থ্য নেই, তাই পুরোনো বই কিনে বই পড়েন বই প্রেমিরা। ধার্য্য মূল্যের থেকে অর্ধেক দামে বই পাওয়া যায় এখানে। স্কুল কলেজের পড়ুয়াদের থেকে শুরু করে শিশুদের বই, সবই মেলে এখানে। যা কিনতে ভিড় করেন জেলার দূর দুরান্ত থেকে আসা বহু বইপ্রেমী মানুষ।
আরও পড়ুন- পায়ে হেঁটে ভারত ভ্রমণ জোজোর! পৌঁছলেন মুর্শিদাবাদে
advertisement
টেক্সটাইল মোড়ে আছে বেশ কিছু পুরোনো বইয়ের দোকান যেখানে পুরোনো বই বিক্রির পাশাপাশি ব্যবহৃত বই কেনাও হয়। স্কুল, কলেজের পড়ুয়াদের সহায়িকা, পাঠ্যপুস্তক, কথা সাহিত্য, শিশুদের বই, রান্নার বই, ভ্রমণের বই এমন অনেক পুরোনো বইয়ের সম্ভার পাওয়া যায় এই দোকানগুলিতে। ধার্য্য মূল্যের থেকে অর্ধেক দামে বই পাওয়ার ফলে তা পকেট সাশ্রয়ীও হয়ে ওঠে। অনেকসময় কিছু দুষ্প্রাপ্য বইও পাওয়া যায় পুরোনো এই বইয়ের দোকানগুলো থেকে। এক ক্রেতার কথায়, "আমি প্রায়ই এখানে গল্প উপন্যাসের বই কিনতে আসি। স্বল্পমূল্যে এখানে বই পাওয়া যায়।"
আরও পড়ুন- প্রযুক্তির কাছে হার মেনেছে মাটির কলসি
স্কুলের সব শ্রেণির বই, প্রতিযোগিতা মূলক পরীক্ষার বই, গল্পের বই এখানে স্বল্প মূল্যে পাওয়া যায়। অনেকসময় অভাবের সংসারে বেশি দাম দিয়ে বই কিনে পড়া সম্ভব হয় না। স্বল্পমূল্যে তারা এখান থেকে বই কিনে নিয়ে যায়। যদিও কোভিড মহামারী পরিস্থিতির কারণে সেভাবে বই বিক্রি না হলেও এখন আবার বই বিক্রি হচ্ছে।
৫০টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত বই পাওয়া যায় এখানে। তবে ব্যবহৃত বই নিতে ভিড় করেণ বহু সাধারণ মানুষ। বহরমপুরে এই বই পাওয়া যায় বহরমপুর টেক্সটাইল মোড়ে। দোকানের যোগাযোগ নং-৭০৭৪৬০৪৩৪২।
Koushik Adhikary