TRENDING:

Murshidabad News: সাতসকালে বহরমপুরের বাস টার্মিনাসে ভয়ঙ্কর কাণ্ড! আতঙ্কের পরিবেশ এলাকায়

Last Updated:

সোমবার সাত সকালে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের মোহনা বাসট্যান্ডে এক অজ্ঞাত পরিচয় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করল বহরমপুর থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদঃ সোমবার সাত সকালে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের মোহনা বাসট্যান্ডে এক অজ্ঞাত পরিচয় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করল বহরমপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সাত সকালে বহরমপুরের প্রাণ কেন্দ্র মোহনা বাসস্ট্যান্ডের দ্বিতল ভবনে রক্ত দেখতে পান স্হানীয় বাসের কর্মীরা। পরে এগিয়ে যেতে দেখা যায় এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ পড়ে রয়েছে।
advertisement

ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বহরমপুর থানার পুলিশকে। বহরমপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন ঃ এ যেন উলোট পূরাণ! পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে রামধনু জোট

এলাকার বাসের কর্মীরা জানান, ‘সোমবার যখন গোটা শহর জুড়ে শিবের মাথায় জল ঢালার উৎসব চলছে। শহর যখন উৎসব মুখর, তখনই আমরা দেখতে পাই বাসট্যান্ডের দ্বিতল ভবনে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবককে। দেহে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। ঘটনার জেরে খবর দেওয়া হয় বহরমপুর থানার পুলিশকে।’

advertisement

কী কারণে এই অজ্ঞাত পরিচয় যুবক এখানে এসেছিল তার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। পাশাপাশি বাসট্যান্ডের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে। সোমবার সাত সকালে দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বহরমপুরের মোহনা বাসট্যান্ডে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: সাতসকালে বহরমপুরের বাস টার্মিনাসে ভয়ঙ্কর কাণ্ড! আতঙ্কের পরিবেশ এলাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল