সূত্রের খবর, রাজ্যের বহু হাসপাতাল, বিশেষত জেলার ও শহরতলীর মেডিকেল কলেজ-হাসপাতালের ব্লাড ব্যাংকগুলি রক্তশূন্যতায় ভুগছে। যার ফলে বিপদে পড়ছে থ্যালাসেমেলিয়া, ডায়ালিসিস রোগীরা। জেলা স্বাস্থ্য দফতরের খবর অনুযায়ী, মুর্শিদাবাদ জেলার মেডিকেল কলেজ ও মহকুমা হাসপাতালে গুলি প্রায় রক্ত শূন্য।
আরও পড়ুন ঃ কংগ্রেস কর্মীদের মুখে হাসি ফুটিয়েই ছাড়লেন অধীর! ২৪ ঘণ্টার লড়াই শেষ
advertisement
শুধু তাই ই নয় বর্তমানে কোথাও কোনও রক্তই নেই। এমনকি জরুরি পরিষেবা সামাল দেওয়ার মত রক্তও বহু হাসপাতালে নেই। হাসপাতাল সূত্রেই খবর, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাডব্যাঙ্ক একেবারে রক্তশূন্য। ওই হাসপাতালের এক আধিকারিক জানান, পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ায় পুলিস ও রাজনৈতিক রক্তদান শিবির গুলি বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে হাসপাতাল রক্তশূন্য। জরুরি পরিষেবার ক্ষেত্রে ডোনার নিয়ে এসে রক্তের ব্যবস্থা করছে পরিবারের লোক।
কৌশিক অধিকারী