TRENDING:

Blood shortage in hospitals: মুর্শিদাবাদ জেলার বিভিন্ন হাসপাতালে রক্তের সংকটে সমস্যায় সাধারণ মানুষ 

Last Updated:

মুর্শিদাবাদ জেলার মেডিকেল কলেজ ও মহকুমা হাসপাতালে গুলি প্রায় রক্ত শূন্য। বর্তমানে জরুরি পরিষেবা সামাল দেওয়ার মত রক্ত বহু হাসপাতালে নেই। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদঃ গ্রীষ্মে রক্তের আকাল থাকে গোটা রাজ্য জুড়ে। তার মধ্যে চলছে পঞ্চায়েত নির্বাচনের পর্ব। পঞ্চায়েত ভোট ঘোষণা হবার পরই গোটা রাজ্য জুড়ে পুলিস ও রাজনৈতিক নেতাদের রক্তদান শিবিরের সময় পুনঃনির্ধারণ করা হয়েছে এবং তা অনুষ্ঠিত হবে ভোটের পরে। যার ফলে গোটা রাজ্যের বহু মেডিকেল কলেজ সহ হাসপাতাল গুলিতে রক্তের আকাল দেখা গিয়েছে।
advertisement

সূত্রের খবর, রাজ্যের বহু হাসপাতাল, বিশেষত জেলার ও শহরতলীর মেডিকেল কলেজ-হাসপাতালের ব্লাড ব্যাংকগুলি রক্তশূন্যতায় ভুগছে। যার ফলে বিপদে পড়ছে থ্যালাসেমেলিয়া, ডায়ালিসিস রোগীরা। জেলা স্বাস্থ্য দফতরের খবর অনুযায়ী, মুর্শিদাবাদ জেলার মেডিকেল কলেজ ও মহকুমা হাসপাতালে গুলি প্রায় রক্ত শূন্য।

আরও পড়ুন ঃ কংগ্রেস কর্মীদের মুখে হাসি ফুটিয়েই ছাড়লেন অধীর! ২৪ ঘণ্টার লড়াই শেষ

advertisement

শুধু তাই ই নয় বর্তমানে কোথাও কোনও রক্তই নেই। এমনকি জরুরি পরিষেবা সামাল দেওয়ার মত রক্তও বহু হাসপাতালে নেই। হাসপাতাল সূত্রেই খবর, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাডব্যাঙ্ক একেবারে রক্তশূন্য। ওই হাসপাতালের এক আধিকারিক জানান, পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ায় পুলিস ও রাজনৈতিক রক্তদান শিবির গুলি বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে হাসপাতাল রক্তশূন্য। জরুরি পরিষেবার ক্ষেত্রে ডোনার নিয়ে এসে রক্তের ব্যবস্থা করছে পরিবারের লোক।

advertisement

View More

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Blood shortage in hospitals: মুর্শিদাবাদ জেলার বিভিন্ন হাসপাতালে রক্তের সংকটে সমস্যায় সাধারণ মানুষ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল