সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং রনগ্রাম ব্রিজের ওপর দিয়ে সঠিকভাবে বাস চালানোর দাবি জানিয়ে এই অবস্থান বিক্ষোভ ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান হয় সোমবার বিকেলে। অবরোধের জেরে প্রায় আধঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।কান্দি বহরমপুর রাজ্যে সড়কের অন্যতম সেতু রনগ্রাম ব্রিজ।
advertisement
আরও পড়ুনঃ ফারাক্কা ব্যারেজের রাস্তা মেরামতি নিয়ে বৈঠক দু-জেলার প্রশাসনিক কর্তাদের
বর্তমানে রক্ষণাবেক্ষণের কারণে ও যান্ত্রিক ত্রুটি কারণেই রনগ্রাম ব্রিজের ওপর দিয়ে সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বাস চালানো হয় যাত্রী নামিয়ে। পাশেই একটি নতুন করে সেতু নির্মাণের কাজ চলছে জোর কদমে। তবে ভারী যানবাহন চলে না রনগ্রাম ব্রিজের উপর দিয়ে। তবে সঠিক ভাবে বাস চালানো হয় যাত্রী হয়রানী কমানো দাবি জানিয়ে সোমবার বিকেলে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। নেতৃত্ব দেন জেলা বিজেপি নেতৃত্ববৃন্দরা।
Koushik Adhikary