জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলা এই ভূমি সম্মান নিধি পুরস্কারে প্ল্যাটিনাম জেলা হিসেবে স্থান পেয়েছে। পশ্চিমবঙ্গের চারটি জেলাকে ভূমি সম্মান নিধি পুরস্কার দিলেন রাষ্ট্রপতি। জেলায় জেলায় ভুমি সংস্কার কাজ, যেমন জমি নথিভুক্তকরণ, ভূমিকর সংক্রান্ত মানচিত্র, জমি রেকর্ড ইত্যাদি ডিজিটালাইজেশনে যেসব রাজ্য প্রশংসনীয় ভূমিকা পালন করেছে সেই সমস্ত জেলাকেই এই সম্মান দেওয়া হয়।
advertisement
বুধবার মুর্শিদাবাদ জেলাশাসক রাজশ্রী মিত্র সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, রাজ্যের চারটি জেলার মধ্যে মুর্শিদাবাদ জেলা ভূমি সম্মান পুরস্কার পেয়ে আনন্দিত ও গর্বিত। তিনি বলেন এই জেলার সমস্ত জমি ডিজিটালাইজ ও ম্যাপিং সম্পন্ন হয়েছে। তাই তাদেরকে এই সম্মানে ভূষিত করা হয়। তাদের এই কাজ দীর্ঘদিন ধরে চলছিল। মুর্শিদাবাদ জেলা ছাড়াও এই সম্মান পেয়েছে বাঁকুড়া জেলা, নদিয়া জেলা ও হাওড়া জেলা। সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়া গোটা দেশ জুড়ে চালু করা হয়। তার মধ্যে দেশের মধ্যে ৬৮টি জেলা ও রাজ্যের ৪টি জেলা এই ভূমি সম্মান নিধি প্ল্যাটিনাম পুরস্কার মিলেছে মুর্শিদাবাদ জেলার মুকুটে।