TRENDING:

Murshidabad News: চিকিৎসা করাতে আসা রোগীর কাছ থেকে টাকা চুরি, ধৃত এক মহিলা 

Last Updated:

লালগোলা থেকে ডাক্তার দেখাতে এসে টাকা চুরি গেল এক রোগীর। হাতে নাতে পাকড়াও করা হল এক মহিলাকে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদ: বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ফের টাকা চুরির চেষ্টার ঘটনা সামনে এল। লালগোলা থেকে ডাক্তার দেখাতে এসে টাকা চুরি গেল এক রোগীর। হাতে নাতে পাকড়াও করা হল এক মহিলাকে ।ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, শনিবার লালগোলা থানার অন্তর্গত আটরোশিয়া থানার বাসিন্দা মরিউম পারভিন চিকিৎসা করানোর জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এসেছিলেন। মরিউম পারভিন নামে ঐ মহিলার অভিযোগ, ডাক্তার দেখাতে এসে এক অজ্ঞাত পরিচয় মহিলা তাকে ধাক্কা দিয়ে ফেলে আমার কাছে থাকা একটি ব্যাগ ছিনতাই করে নেয়।
advertisement

পরে মহিলাকে হাতে নাতে ধরা হয়। জানা গিয়েছে ব্যাগে নগদ ৩৪০০ টাকা ও এটিএম কার্ড ছিল। আর সেই টাকা ও ব্যাগ ছিনতাই করে পালানোর সময় কৃষ্ণা দাস নামে এক মহিলাকে হাতে নাতে ধরা হয়। যদিও আটক হওয়া মহিলা কৃষ্ণা দাসের দাবি, টাকা আমি চুরি করিনি। আমি ঔষধ নিতে এসেছিলাম। যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ। পুলিশের হাতে তুলে দেওয়া হয় মহিলাকে।

advertisement

আরও পড়ুনঃ তুঙ্গে বেলডাঙার লালু ঢাকির কদর! যাচ্ছেন মুম্বাইয়ে গায়ক অভিজিৎ-এর পুজোতে

যদিও এখনও পর্যন্ত চুরি যাওয়া টাকা উদ্ধার করা হয়নি বলে বহরমপুর থানার পুলিশ প্রশাসন সুত্রে জানা গিয়েছে। বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে বারবার রক্তের দালাল রাজ বা কখনও ছিনতাইয়ের ঘটনা সামনে আসে। বারবার হাসপাতালের বাইরে চিকিৎসা করাতে আসা রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন ওঠে। একাধিকবার হাতে নাতে রক্তের দালাল কে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কখনও বা, ছিনতাইকারীকেও পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে এবার মহিলা ছিনতাইকারী এই ঘটনার সঙ্গে যুক্ত হওয়ার পরেই নড়ে চড়ে বসেছে বহরমপুর থানার পুলিশ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: চিকিৎসা করাতে আসা রোগীর কাছ থেকে টাকা চুরি, ধৃত এক মহিলা 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল