পরে মহিলাকে হাতে নাতে ধরা হয়। জানা গিয়েছে ব্যাগে নগদ ৩৪০০ টাকা ও এটিএম কার্ড ছিল। আর সেই টাকা ও ব্যাগ ছিনতাই করে পালানোর সময় কৃষ্ণা দাস নামে এক মহিলাকে হাতে নাতে ধরা হয়। যদিও আটক হওয়া মহিলা কৃষ্ণা দাসের দাবি, টাকা আমি চুরি করিনি। আমি ঔষধ নিতে এসেছিলাম। যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বহরমপুর থানার পুলিশ। পুলিশের হাতে তুলে দেওয়া হয় মহিলাকে।
advertisement
আরও পড়ুনঃ তুঙ্গে বেলডাঙার লালু ঢাকির কদর! যাচ্ছেন মুম্বাইয়ে গায়ক অভিজিৎ-এর পুজোতে
যদিও এখনও পর্যন্ত চুরি যাওয়া টাকা উদ্ধার করা হয়নি বলে বহরমপুর থানার পুলিশ প্রশাসন সুত্রে জানা গিয়েছে। বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে বারবার রক্তের দালাল রাজ বা কখনও ছিনতাইয়ের ঘটনা সামনে আসে। বারবার হাসপাতালের বাইরে চিকিৎসা করাতে আসা রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন ওঠে। একাধিকবার হাতে নাতে রক্তের দালাল কে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কখনও বা, ছিনতাইকারীকেও পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে এবার মহিলা ছিনতাইকারী এই ঘটনার সঙ্গে যুক্ত হওয়ার পরেই নড়ে চড়ে বসেছে বহরমপুর থানার পুলিশ।
কৌশিক অধিকারী






