আলপনা রঙিন রঙে এক আলাদা মাত্র যোগ করেছে এবছরের কার্তিক পুজোতে। মুলত, বেলডাঙ্গার কার্তিক পুজো রাজ্যে জুড়ে সুখ্যাতি রয়েছে। কার্তিক মাসের শেষ দিনে এই কার্তিক পুজো আয়োজন করা হয়, বৃহস্পতিবার কার্তিক মাসের শেষ দিন। কার্তিক পুজোর পর শুক্রবার দিন-রাত শ’তিনেক ছোট-বড় মূর্তির নিরঞ্জনকে ঘিরে যাবতীয় উন্মাদনা। বড় মূর্তিগুলির গড় উচ্চতা ১২-১৪ ফুট।
advertisement
আরও পড়ুনঃ বড় চমক অধীরের! রাস্তা সারানোর দাবিতে হাঁটলেন ২১ কিলোমিটার!
সেগুলিকে কাঠামো-সহ বাঁশের মাচায় চাপিয়ে শহরের রাস্তা দিয়ে বাদ্যযন্ত্র-সহ শোভাযাত্রা বেরয় যখন বাস্তবিকই দেখার মতো দৃশ্য। কে-কত ভাল শোভাযাত্রা করল, তা নিয়ে মূলত লড়াই। গত কয়েক বছর ধরে কমবেশি ৩৫০ টিরও বেশি কার্তিক পুজো হয়। দর্শনার্থীর সংখ্যা থাকে লক্ষাধিক। ফলে এই বিপুল ভিড় সামাল দিতে কী করণীয়, পুজো কমিটিগুলোকে নিয়ে প্রশাসন একটি বৈঠকও করে।
Koushik Adhikary