ধৃত ওই বাংলাদেশি যুবক মঙ্গলবার রাতে ফারাক্কার আন্দুয়ায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। সে কেন বাংলাদেশ থেকে ভারতে বেআইনিভাবে প্রবেশের চেষ্টা করছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: চন্দননগর থেকে সাইকেলে ঢাকা, ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস পালন করবেন ওপার বাংলার শহিদ মিনার চত্বরে
advertisement
উল্লেখ্য, এক সপ্তাহ আগেই জলঙ্গিতে বেআইনি অনুপ্রবেশের চেষ্টা অভিযোগে আটজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছিল বিএসএফ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলঙ্গির ফরাজিপাড়ার সীমান্তবর্তী এলাকায় প্রতি বছর ধর্মীয় জালসা অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশ উভয় দেশের নাগরিকরা তাঁদের সচিত্র পরিচয়পত্র পুলিশ দেখিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। এই অনুষ্ঠানে প্রচুর ভিড় হয়। সেই ভিড়ের সুযোগ নিয়ে কিছু বাংলাদেশি নাগরিক ভারতে অনুপ্রবেশ করে ভারতের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে ছড়িয়ে পড়ে। গত ৯ ফেব্রুয়ারি এমনভাবেই ভারতে ঢোকার চেষ্টা করার সময় বিএসএফ হাতেনাতে ৮ জনকে ধরে ফেলে। তার পর এক সপ্তাহ হওয়ার আগেই আরও এক বাংলাদেশি গ্রেফতার হওয়ায় জেলা পুলিশের চিন্তা বেড়েছে।
কৌশিক অধিকারী