TRENDING:

 Murshidabad News: বহরমপুরে শুরু হল বাংলা মোদের গর্ব মেলা ও প্রদর্শনী

Last Updated:

শীতের মরশুম পড়তেই মুর্শিদাবাদ জেলাতে শুরু হল মেলার। শুক্রবার বিকেলে বহরমপুরে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হল বাংলা মোদের গর্ব ও মেলা প্রদর্শনীর। বিভিন্ন ষ্টলের পাশাপাশি তিনদিন ধরে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদঃ শীতের মরশুম পড়তেই মুর্শিদাবাদ জেলাতে শুরু হল মেলার। শুক্রবার বিকেলে বহরমপুরে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হল বাংলা মোদের গর্ব ও মেলা প্রদর্শনীর। বিভিন্ন ষ্টলের পাশাপাশি তিনদিন ধরে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে বহরমপুর ওয়াই এম এ ময়দানে শুরু হল বাংলা মোদের গর্ব মেলা ও প্রদর্শনী।
advertisement

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার সভাধিপতি সামসুজ্জোহা বিশ্বাস, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান, অতিরিক্ত জেলা শাসক নির্মাল্য ঘরামী, বহরমপুর সদর মহকুমা শাসক প্রভাত কুমার চ্যাটার্জী ও মুর্শিদাবাদ জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক প্রবাল বসাক সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। জেলার লোকশিল্প বাউল গান সহ বিভিন্ন গান দুরে চলে গেছে, গ্রামের গান বাংলা মোদের গর্বের মধ্যে দিয়ে পরিবেশন করা হবে। তিনদিনের এই মেলাতে রয়েছে ২৪টি ষ্টল।

advertisement

আরও পড়ুনঃ ইঁট ভাটাতে কাজ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! আগুনে পুড়ে প্রাণ গেল শ্রমিকের

রয়েছে খাদি, হ্যান্ডলুম, হর্টিকালচার, ফুড সহ রয়েছে বিভিন্ন হস্তশিল্পের ষ্টল। এছাড়াও রয়েছে ভারতের মুক্তি সংগ্রাম নিয়ে চিত্র প্রদর্শনী। সঙ্গে থাকছে মেলাতে রায়বেঁশে নৃত্য সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। মুর্শিদাবাদ জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক জানান, প্রত্যেক জেলাতে চলছে এই সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষে ভারতের মুক্তি সংগ্রাম নিয়ে চিত্র প্রদর্শনী থাকছে। এছাড়াও হস্তশিল্প প্রদর্শনী আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে। শীতের মরশুমে মেলা দেখতে ভিড় জমাচ্ছেন বহু সাধারণ মানুষজন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Koushik Adhikary

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
 Murshidabad News: বহরমপুরে শুরু হল বাংলা মোদের গর্ব মেলা ও প্রদর্শনী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল