হোম /খবর /মুর্শিদাবাদ /
ইঁট ভাটাতে কাজ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি!

Murshidabad News: ইঁট ভাটাতে কাজ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! আগুনে পুড়ে প্রাণ গেল শ্রমিকের 

মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার বাহাদুরপুর এলাকায় ইটভাটাতে আগুন পরীক্ষা করতে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। পুলিশ জানিয়েছে মৃত ওই শ্রমিকের নাম মোক্তার সাঁই (৫০)। তার বাড়ি ভগবানগোলা থানার শেখপাড়া এলাকায় বলে জানা গিয়েছে।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

#মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার বাহাদুরপুর এলাকায় ইটভাটাতে আগুন পরীক্ষা করতে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। পুলিশ জানিয়েছে মৃত ওই শ্রমিকের নাম মোক্তার সাঁই (৫০)। তার বাড়ি ভগবানগোলা থানার শেখপাড়া এলাকায় বলে জানা গিয়েছে। স্হানীয় বাসিন্দারা জানান, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার বাহাদুরপুরের একটি ইট ভাটায় চিমনিতে ইট সাজানোর কাজ করতো সে। শুক্রবার সন্ধ্যার সময় জবরদস্তি তাকে দিয়ে আগুন পরীক্ষা করানোর জন্য চিমনির ভেতর নামানো হয় বলে অভিযোগ, আগুন পরীক্ষা করতে নামলে সেখানে হঠাৎ গরম বাষ্প তার শরীরে ধাক্কা মারে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

তখনই ভাটার মালিক সেখান থেকে পালিয়ে যান, পরে ভগবানগোলা থানায় এসে পরিবারের লোকের সাথে আলোচনা করে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ভাটা মালিক সাহেব শেখ। মৃত মোক্তার সাঁই এর বড় ভাই নুরুল সাঁই বলেন, “জোর জবরদস্তি তাকে আগুন পরীক্ষা করতে নামানো হয়েছিল, সেখানেই মৃত্যু হয় আমার ভাইয়ের। ভগবানগোলা থানাতে গিয়ে ভাটা মালিকের সাথে কথা বলেছিলাম, তখন থানাতেই ভাটা মালিক পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।”

আরও পড়ুনঃ বহরমপুরে শুরু হল বাংলা মোদের গর্ব মেলা ও প্রদর্শনী

শনিবার মৃতদেহ ময়না তদন্ত শেষ হল লালবাগ মহকুমা হাসপাতালে। দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে। তবে কি ভাবে এই দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। যদিও মোক্তার সাঁই তার মৃত্যু শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে।

Koushik Adhikary

Published by:Soumabrata Ghosh
First published:

Tags: Bhagabangola, Murshidabad