এদিন বড়ঞা, খড়গ্রাম, কান্দি ও ভরতপুর ব্লক এলাকার শতাধিক ছেলে মেয়ে এই কর্ম মেলায় অংশ গ্রহণ করে। কর্ম মেলার মধ্যে দিয়ে মোট ৩০ জনকে কাজের সুযোগ করে দেওয়া হল। প্রশিক্ষণ শেষে কাজের সুযোগ পাওয়ায় খুশি যুবক যুবতীরা। কলকাতা, বর্ধমান ও বহরমপুর সহ ভিন রাজ্যেও এই কর্ম মেলার মধ্যে দিয়ে কর্মসংস্থানের সুযোগ পাওয়া যাবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
advertisement
বড়ঞা ব্লকে এই প্রথম কর্ম মেলার আয়োজন করা হয়েছে। আগামী দিনে বর্তমান প্রশিক্ষণরতদের জন্য কর্ম মেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন তাঁরা। নিজের পায়ে দাঁড়িয়ে আর্থিক রোজগার সহ স্বর্নিভর করার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ বলে জানিয়েছেন শিক্ষকরা। তবে এই প্রথম এই কর্ম মেলার আয়োজন করা হয়। আগামী দিনে ৪৫দিন পরে দ্বিতীয় ব্যাচের কর্ম মেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
আরও পড়ুন: Durga Puja 2022: চারদিন উৎসবে মেতে ওঠেন সাধারণ মানুষ আদিবাসী মন্ত্রেই এখানে পূজিত হন দেবী
আরও পড়ুন: West Burdwan News : বৃদ্ধের বন্দুকের নিশানায় নিরীহ সারমেয়, সিসিটিভি বন্দি ঘটনা!
নিজের পায়ে দাঁড়িয়ে আর্থিক রোজগার বৃদ্ধি একমাত্র লক্ষ্য স্বর্নিভর করার লক্ষ্যে তার জেরেই এই পদক্ষেপ গ্রহণ বলে জানান শিক্ষকরা।
গুগুল লোকেসনঃ https://maps.app.goo.gl/wAs5Q7J5xV7MJ3vSA
কৌশিক অধিকারী