TRENDING:

Murshidabad Job Alert: আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি পদে চাকরির সুযোগ, কী ভাবে আবেদন করবেন, জেনে নিন 

Last Updated:

মুর্শিদাবাদ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে,  জেলার প্রায় সমস্ত ব্লকেই এবং পৌরসভাতে অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদ: দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে আইসিডিএস ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী পদে প্রচুর নিয়োগ হতে চলেছে মুর্শিদাবাদ জেলাতে। মুর্শিদাবাদ জেলার প্রায় সমস্ত ব্লকেই আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক হেল্পার পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রায় ৭৫০ পদে নিয়োগ হবে।
মুর্শিদাবাদ জেলাতে আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি পদে নিয়োগ 
মুর্শিদাবাদ জেলাতে আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি পদে নিয়োগ 
advertisement

আইসিডিএস কর্মী হিসেবে আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতা:  মাধ্যমিক পাশ। ১৮ থেকে ৪৫ বছর বয়সি মহিলারা দরখাস্ত করতে পারবেন।

অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আবেদন করার জন্য প্রার্থীর ন্যূনতম যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ। আবেদনকারীকে সংশ্লিষ্ট ব্লক অথবা পৌরসভার বাসিন্দা হতে হবে।

অঙ্গনওয়াড়ি কর্মীদের বর্তমান সাম্মানিক ভাতা ৪৫০০ টাকা ও অতিরিক্ত ভাতা মাসিক ৩৭৫০ টাকা। হেল্পারের মাসিক সাম্মানিক ভাতা ২২৫০ টাকা ও অতিরিক্ত ভাতা ৪০৫০ টাকা। আবেদন করতে পারবেন অনলাইনে।

advertisement

View More

মুর্শিদাবাদ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে,  জেলার প্রায় সমস্ত ব্লকেই এবং পৌরসভাতে অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আবেদন করার শেষ তারিখ ৭ই জানুয়ারি, ২০২৩। ১০ ডিসেম্বর অনলাইনে দরখাস্ত জমা শুরু হয়েছে। আইসিডিএস ওয়ার্কার ও হেল্পার পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা করতে হবে। www.recruitmentmurshidabad.in  ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত করা যাবে।

advertisement

মুর্শিদাবাদ জেলা প্রশাসন সূত্রে খবর, মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।  ৯০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য সময় দেওয়া হবে দু'ঘণ্টা। লিখিত পরীক্ষায় পাশ করলে মৌখিক পরীক্ষা দেওয়া যাবে। সেই পরীক্ষার জন্য বরাদ্দ ১০ নম্বর। যে সমস্ত সহায়িকা, কর্মী পদে পদোন্নতির জন্য আবেদন করবেন তাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড ১৪ জানুয়ারি, ২০২৩ থেকে দেওয়া হবে। পরীক্ষা হবে ২২ জানুয়ারি, ২০২৩। সময় বেলা ১২-১ টা। যে সমস্ত পরীক্ষার্থী কর্মী পদের জন্য আবেদন করবেন তাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড ২৩শে জানুয়ারি, ২০২৩ থেকে দেওয়া হবে। পরীক্ষার দিন ৫ ফেব্রুয়ারি, ২০২৩। সময় বেলা ১২-২টো।

advertisement

যে সমস্ত পরীক্ষার্থী সহায়িকা, পদের জন্য আবেদন করবেন তাদের পরীক্ষার অ্যাডমিট কার্ড ১ জানুয়ারি, ২০২৩ থেকে দেওয়া হবে। পরীক্ষার তারিখ ২৯ জানুয়ারি, ২০২৩। সময় বেলা ১২-২ টো।

এক নজরে লিখিত পরীক্ষার পাঠ্যক্রম:

বাংলা ভাষায় ১৫০ মানের রচনা ১৫ নম্বর
পাটিগণিত ২০ নম্বর
পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন ১৫ নম্বর
​ইংরেজি ২০ নম্বর
সাধারণ জ্ঞান ২০ নম্বর

advertisement

আরও পড়ুন : মর্মান্তিক! স্কুল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, গভীর রাতে মোবাইলে কথোপকথনের পরেই কি এই পরিণতি?

আরও পড়ুন : রেলে বিপুল চাকরি! ১০ পাস হলেই রয়েছে সুযোগ, জানুন বিশদে

এছাড়াও রচনা-সহ বাকি প্রশ্ন এমসিকিউ হবে। লিখিত পরীক্ষায় সর্বমোট ৩০ নম্বর না পেলে কোনও পরীক্ষার্থী মৌখিক পরীক্ষা দিতে পারবেন না। জানুন কীভাবে আবেদন করবেন।

যে ওয়েবসাইটে যেতে হবেছ www.recruitmentmurshidabad.in.

​Register Online- এ ক্লিক করতে হবে।

​মোবাইল নম্বর ও নাম দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

​Register Now – এ ক্লিক করে OTP ভেরিফিকেশন করতে হবে।

​রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড তৈরি হবে।

​রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করতে হবে।

​কোন পোস্টে আবেদন করবেন সেটি ও ব্লকের নামে ক্লিক করতে হবে।

​পরের পেজে ফটো, সই আপলোড করতে হবে। বিস্তারিত তথ্য ফিল আপ করতে হবে। দরখাস্ত সাবমিট করতে হবে। ফাইনাল সাবমিশনের পরে আবেদন পত্রে কোনও রকম পরিবর্তন করা যাবে না। আবেদনপত্র সাবমিটের আগে খুব ভাল ভাবে যাচাই করুন। ছবি ও স্বাক্ষর এর নিয়মাবলী গুলি ভাল করে পড়ুন।

আবেদনকারীর ছবি

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

আবেদনপত্র  আপলোড করার সময়ে প্রার্থীকে রঙিন পাসপোর্ট  সাইজের ছবি ব্যবহার করতে হবে। এই ছবি আবেদনপত্র আপলোড করার তারিখ থেকে ছ'মাসের বেশি পুরনো হলে চলবে না। এই ছবির অন্তত ৩টি কপি প্রার্থীর কাছে থাকতে হবে যা পরে চাওয়া হতে পারে। এই পাসপোর্ট  সাইজের ছবির ব্যাকগ্রাউন্ড সাদা বা সাদাটে হতে হবে। ছবিতে প্রার্থীর মুখ সরাসরি সামনের দিকে থাকতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার সময়ে আপনার যদি কোনও প্রযুক্তিগত সমস্যা হয়, তাহলে আপনার সমস্যা ও আপনার মোবাইল নম্বর লিখে মেল্ করুন এই ইমেলে। icds@recruitmentmurshidabad.in

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Job Alert: আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি পদে চাকরির সুযোগ, কী ভাবে আবেদন করবেন, জেনে নিন 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল