গ্রামের বাসিন্দাদের অভিযোগ, গ্রামের জলের ট্যাঙ্ক বসান হয়েছে। বাড়ি বাড়ি আগামী দিনে জল পৌঁছানোর জন্য জলের পাইপ লাইন বসানোর কাজ চলছে। আর সেই পাইপ লাইন বসান হচ্ছে সম্পুর্ণ নিম্নমানের। পাইপলাইনের মান গুনগত কম থাকার কারণে আগামী দিনে বাড়িতে জল পেতে অসুবিধা হতে পারে। তাই নিম্নমানের কাজের অভিযোগ তুলে কুরুন্নরুন গ্রাম পঞ্চায়েতের অধীনে চিৎপুর গ্রামে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা। পাশাপাশি, কাজ নিম্নমানের অভিযোগ তুলে বিডিও কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: এ স্বাদের ভাগ হবে না! ছট পুজো উপলক্ষে মিলছে সুস্বাদু ক্ষীরের বাটির মিষ্টি
গ্রামের বাসিন্দাদের এও অভিযোগ, সরকারী ভাবে বাড়ি বাড়ি জল পৌঁছানোর জন্য এই জলস্বপ্ন প্রকল্পের কাজ করা হচ্ছে। কিন্তু সেই পাইপলাইন যদি নিম্নমানের হয় তাহলে বাড়িতে জল ঠিক মতো আসবে না।যদিও গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন, জনগনের জন্য কাজ করা হচ্ছে। কাজ যদি নিম্নমানের হয় তাহলে আমি তার প্রতিবাদ করছি। অবিলম্বে সরকারী ভাবে সিডিউল মেনে পাইপলাইনের কাজ করা হোক বলেই জানান পঞ্চায়েতের প্রধান।
প্রসঙ্গত, রাজ্যের অনেক জায়গাতেই পানীয় জলের সমস্যা রয়েছে। গ্রামীণ এলাকায় পানীয় জলের সমস্যা আরও বেশি। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অনেকদিন ধরেই এই সমস্যা সমাধানে ব্রতী। রাজ্য সরকারের জল স্বপ্ন প্রকল্পের মাধ্যমে গ্রামে গ্রামে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ করছে জন স্বাস্থ্য ও কারিগরী দফতর। আর সেই কাজই এবার নিম্নমানের অভিযোগ তুলে সরব হলেন গ্রামের বাসিন্দারা।
কৌশিক অধিকারী