ভাঙ্গন পরিদর্শন শেষে মন্ত্রীকে ঘিরে ধরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তখনই শুরু হয় বচসা। এক পর্যায়ে ইট পাটকেল ছোড়াছুড়ি শুরু হয় গ্রামের বাসিন্দাদের মধ্যে। ইটের আঘাতে মাথা ফাটে একজন গ্রামের বাসিন্দার। তড়িঘড়ি মন্ত্রীকে নৌকা করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।
মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ মূলত ভাঙন কবলিত এলাকা। তারই মধ্যে এবছর ভাঙনের তীব্রতা বেশি থাকায় সমস্যার সম্মুখীন হয়েছেন বাসিন্দারা। ইতিমধ্যেই ভাঙনের জেরে বাধ্য হয়ে ঘর ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন বহু মানুষ। ভাঙন কবিলত এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা গঙ্গা তিরবর্তী এলাকায় নিজের জমিতেই বসবাস করে আসছেন। কিন্তু গঙ্গা ভাঙনের জেরে তলিয়ে যাচ্ছে একাধিক ভিটে মাটি। ঘরছাড়া হতে হচ্ছে একাধিক পরিবারকে। সামশেরগঞ্জের প্রতাপগঞ্জে ভাঙনের জেরে গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে পাঁচটি ঘর।
advertisement
কৌশিক অধিকারী






