TRENDING:

মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে মন্ত্রী

Last Updated:

গঙ্গা ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে এলেন রাজ্যের সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার গঙ্গা ভাঙন বেশ কিছু দিন ধরেই চোখ রাঙাচ্ছে। ভিটে মাটি ছাড়া বেশ কিছু পরিবার। তবুও দেখা ছিল না প্রশাসনের। অবশেষে গঙ্গা ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে এলেন রাজ্যের সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। গঙ্গা ভাঙন পরিদর্শনে এসে ব্যাপক বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। শনিবার সামসেরগঞ্জের প্রতাপগঞ্জ এলাকা পরিদর্শন করেন তিনি। সেই সময় উপস্থিত ছিলেন জঙ্গিপুরের মহকুমা শাসক শিনজন শেখর, সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, বিডিও কৃষ্ণ চন্দ্র মুন্ডা-সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।
সামশেরগঞ্জে বিক্ষোভের মুখে মন্ত্রী
সামশেরগঞ্জে বিক্ষোভের মুখে মন্ত্রী
advertisement

ভাঙ্গন পরিদর্শন শেষে মন্ত্রীকে ঘিরে ধরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তখনই শুরু হয় বচসা। এক পর্যায়ে ইট পাটকেল ছোড়াছুড়ি শুরু হয় গ্রামের বাসিন্দাদের মধ্যে। ইটের আঘাতে মাথা ফাটে একজন গ্রামের বাসিন্দার। তড়িঘড়ি মন্ত্রীকে নৌকা করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।

মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ  মূলত ভাঙন কবলিত এলাকা। তারই মধ্যে এবছর ভাঙনের তীব্রতা বেশি থাকায় সমস্যার সম্মুখীন হয়েছেন বাসিন্দারা। ইতিমধ্যেই ভাঙনের জেরে বাধ্য হয়ে ঘর ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন বহু মানুষ। ভাঙন কবিলত এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা গঙ্গা তিরবর্তী এলাকায় নিজের জমিতেই বসবাস করে আসছেন। কিন্তু গঙ্গা ভাঙনের জেরে তলিয়ে যাচ্ছে একাধিক ভিটে মাটি। ঘরছাড়া হতে হচ্ছে একাধিক পরিবারকে। সামশেরগঞ্জের প্রতাপগঞ্জে ভাঙনের জেরে গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে পাঁচটি ঘর।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে মন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল