অন্যথা পরিবারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। ওই নাবালিকা যাতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পায় তার বন্দোবস্ত করে ব্লক প্রশাসনের আধিকারিকরা। ইতি মধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নাবালিকার বিয়ে যাতে না দেওয়া হয় তার জন্য কন্যাশ্রী সহ একাধিক প্রকল্প করা হয়েছে।
আরও পড়ুনঃ আকাশ ছোঁয়া সব্জির দামে পকেট ফাঁকা মধ্যবিত্তের
advertisement
গ্রামীণ এলাকায় করা হয়েছে কন্যাশ্রী যোদ্ধা। স্কুল স্তরে মুলত প্রচার করা হয়ে থাকে নাবালিকার বিয়ের কুফল সম্পর্কে। কিন্তু তার পরেও গ্রামীণ এলাকায় আজও নাবালিকার বিয়ের ব্যাবস্থা করে থাকে পরিবারের সদস্যরা।
আরও পড়ুনঃ জা-এর সঙ্গে বিবাদের জেরে মর্মান্তিক পরিণতি গৃহবধূর! জানলে আঁতকে উঠবেন
মুর্শিদাবাদ জেলাতে গত এক মাস আগে ভরতপুর বড়ঞা সহ বিভিন্ন এলাকায় নাবালিকার বিয়ে বন্ধ করে। এবার বিয়ে বন্ধ করা হল মুর্শিদাবাদ জেলার ভরতপুরে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও ১৮ বছর না হলে বিয়ে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
KOUSHIK ADHIKARY