জমি জটে থমকে ছিল নশিপুর রেল ব্রিজের কাজ। সেই কাজ শুরু হয় গত বুধবার ৩০শে নভেম্বর থেকে। নশিপুর রেলব্রিজের কাজ সম্পন্ন হলেই আর উত্তরবঙ্গ যেতে বেশি সময় লাগবে না। অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাবে উত্তরবঙ্গ। সেই কারণেই ২০০৪ সালের ৩০ ডিসেম্বর ওই রেল সেতুর শিলান্যাস করেন তৎকালীন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব। পরে ২০০৬ সালে সেতু নির্মাণের কাজও শুরু হয় । ২০১০ সালে এপ্রিল মাসে সেতুর উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি।
advertisement
আরও পড়ুনঃ বিধায়কের আত্মীয়ের গাড়িতে ধাক্কা বাইক রাইডারদের, তুমুল মারামারিতে চড়াল দু'পক্ষ!
ভাগীরথীর পশ্চিম পাড়ে আজিমগঞ্জের দিকে দুটি মৌজা চর মহিমাপুর ও মাহিনগর দিয়ারে মোট সাড়ে সাত একর জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়। সেই কারণেই আটকে ছিল নশিপুর রেলব্রিজের কাজ। জমিদাতাদার সঙ্গে দফায় দফায় বৈঠক করে অবশেষে শুরু হয় কাজ। তবে বর্তমানে দ্রুত গতিতে চলছে নসিপুর রেলব্রিজের কাজ। কাজ শেষ হলেই মুর্শিদাবাদ জেলার পর্যটন মানচিত্রে আরও নতুন সংযোগ হবে। বৃদ্ধি হবে ব্যবসা বাণিজ্য পর্যটন ব্যবসা।
Koushik Adhikary