TRENDING:

Murshidabad News: নশিপুর রেল ব্রিজ পরিদর্শনে সাংসদ আবু তাহের খান, চলছে বাকি অংশের কাজ

Last Updated:

মুর্শিদাবাদ জেলার নশিপুর রেলব্রিজের কাজ পরিদর্শন করলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ তথা এলাকার সাংসদ আবু তাহের খান। দীর্ঘদিন ধরে জমি জটে আটকে থাকার পর গত ৩০শে নভেম্বর নসিপুর রেল ব্রিজের অবশিষ্ট কাজ শুরু হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার নশিপুর রেলব্রিজের কাজ পরিদর্শন করলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ তথা এলাকার সাংসদ আবু তাহের খান। দীর্ঘদিন ধরে জমি জটে আটকে থাকার পর গত ৩০শে নভেম্বর নসিপুর রেল ব্রিজের অবশিষ্ট কাজ শুরু হয়েছে। আর সেই কাজ পরিদর্শন করতে এলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। রেল ব্রিজ নিয়ে যিনি আন্দোলন করেছিলেন এ আর খান। তিনি ইতি মধ্যেই পরলোগ গমন করেছেন। প্রথমে সাংসদ আবু তাহের খান তিনি এ আর খানের বাড়িতে যান, সেখানে মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। তারপরে তিনি প্যসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যদেরকে সঙ্গে করে নসিপুর রেলব্রিজ পরিদর্শন করেন।
advertisement

জমি জটে থমকে ছিল নশিপুর রেল ব্রিজের কাজ। সেই কাজ শুরু হয় গত বুধবার ৩০শে নভেম্বর থেকে। নশিপুর রেলব্রিজের কাজ সম্পন্ন হলেই আর উত্তরবঙ্গ যেতে বেশি সময় লাগবে না। অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাবে উত্তরবঙ্গ। সেই কারণেই ২০০৪ সালের ৩০ ডিসেম্বর ওই রেল সেতুর শিলান্যাস করেন তৎকালীন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব। পরে ২০০৬ সালে সেতু নির্মাণের কাজও শুরু হয় । ২০১০ সালে এপ্রিল মাসে সেতুর উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি।

advertisement

আরও পড়ুনঃ বিধায়কের আত্মীয়ের গাড়িতে ধাক্কা বাইক রাইডারদের, তুমুল মারামারিতে চড়াল দু'পক্ষ!

ভাগীরথীর পশ্চিম পাড়ে আজিমগঞ্জের দিকে দুটি মৌজা চর মহিমাপুর ও মাহিনগর দিয়ারে মোট সাড়ে সাত একর জমি অধিগ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়। সেই কারণেই আটকে ছিল নশিপুর রেলব্রিজের কাজ। জমিদাতাদার সঙ্গে দফায় দফায় বৈঠক করে অবশেষে শুরু হয় কাজ। তবে বর্তমানে দ্রুত গতিতে চলছে নসিপুর রেলব্রিজের কাজ। কাজ শেষ হলেই মুর্শিদাবাদ জেলার পর্যটন মানচিত্রে আরও নতুন সংযোগ হবে। বৃদ্ধি হবে ব্যবসা বাণিজ্য পর্যটন ব্যবসা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

Koushik Adhikary

বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: নশিপুর রেল ব্রিজ পরিদর্শনে সাংসদ আবু তাহের খান, চলছে বাকি অংশের কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল