Murshidabad News: বিধায়কের আত্মীয়ের গাড়িতে ধাক্কা বাইক রাইডারদের, তুমুল মারামারিতে চড়াল দু'পক্ষ!
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
ফরাক্কার বিধায়কের সামনেই দুই পক্ষের মারামারির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সামসেরগঞ্জের নতুন ডাকবাংলা মোড়। বচসার পাশাপাশি চলল হাতাহাতি, মারধরও। ভাঙচুর করা হয়েছে দুটি মটর বাইক।
#মুর্শিদাবাদঃ ফরাক্কার বিধায়কের সামনেই দুই পক্ষের মারামারির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সামসেরগঞ্জের নতুন ডাকবাংলা মোড়। বচসার পাশাপাশি চলল হাতাহাতি, মারধরও। ভাঙচুর করা হয়েছে দুটি মটর বাইক। রবিবার বিকেল নাগাদ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় সামশেরগঞ্জের ডাকবাংলা সাব ট্রাফিক পুলিশ গার্ড অফিসের চত্বরে। ঘটনায় বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন বলেই জানা গিয়েছে। অন্যদিকে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফরাক্কার এসডিপিও রাসপ্রীত সিং এবং সামসেরগঞ্জ থানার ওসি বিজন রায়। তারপরেই উভয় পক্ষকে নিয়ে আলোচনার পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
সুত্রের খবর, রবিবার বিকেলে মালদার দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল মটর বাইক নিয়ে নয়জন বাইক রাইডার। একই রাস্তা দিয়ে চার চাকা নিয়ে যাচ্ছিলেন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামের ভাইপো তথা প্রাক্তন জেলা পরিষদের সদস্য কাউসার আলীর ছেলে। অভিযোগ, সেই সময় জামিয়া কাটান সংলগ্ন এলাকায় তার চার চাকা গাড়িতে ধাক্কা মারে বাইক রাইডারদের মধ্যে একটি মটর বাইক। আর তাতেই কার্যত ক্ষিপ্ত হয়ে উঠেন বিধায়কের ভাইপো বলে অভিযোগ।
advertisement
advertisement
অভিযোগ, নতুন ডাকবাংলায় বাইক রাইডারদের আটকে দেওয়া হয়। শুধু তাই নয়, দুটি বাইক ভাঙচুরও করা হয় ঘটনার জেরে। তখন কার্যত উত্তেজনার সৃষ্টি হয়। দুই পক্ষের মারামারির জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন খোদ ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ।আর বিধায়কের সামনেই কার্যত দুই পক্ষের মারামারির ঘটনা ঘটে। আর তারপরেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ বলে জানা গিয়েছে।
advertisement
Koushik Adhikary
Location :
First Published :
December 05, 2022 1:09 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বিধায়কের আত্মীয়ের গাড়িতে ধাক্কা বাইক রাইডারদের, তুমুল মারামারিতে চড়াল দু'পক্ষ!